মানবের পরিত্রাণের জন্য ঈশ্বর যাহা কিছু করিতে পারিতেন, তাহার সকলই করিয়াছেন, এক্ষণে তিনি চাহেন মণ্ডলীর সহযোগিতা । এক দিকে খ্রীষ্টের রক্ত, সত্যের বাক্য ও পবিত্র আত্মা আছেন, অন্য দিকে ধ্বংসোম্মুখ আত্মা সমূহ আছে । ঈশ্বর যে সকল আশীর্বাদ দিয়া রাখিয়ছেন, মানবগণ যেন সেই সকল গ্রহণ করিতে পারে, তজজন্য খ্রীষ্টের প্রত্যেক অনুগামীর কিছু না কিছু করণীয় আছে । আসুন, আমরা সূক্ষ্মরূপে পরীক্ষা করিয়া দেখি, আমরা এই কার্য্য সাধন করিয়াছি কি না । আসুন, আমরা আমাদের জীবনের উদ্দেশ্যে ও প্রত্যেকটী কার্য্য পরীক্ষা করিয়া দেখি । CCh 224.2
আমাদের স্মৃতিপটে কি বহু অপ্রিয় আলেখ্য ঝুলিতেছে না ? যীশুর নিকট হইতে প্রায়ই আপনার ভিক্ষা লওয়া আবশ্যক হইয়াছে । তাঁহার প্রেম ও দয়ার উপরে আপনি অবিরত নির্ভর করিয়া আসিয়াতেছেন । তথাপি খ্রীষ্ট আপনার প্রতি যে ভাব দেখাইয়াছেন, সেয় ভাব অন্যের প্রতি দেখাইতে আপনি কি অকৃতকার্য্য হন নাই ? নিষিদ্ধ পথে যাহাদিগকে ভ্রমণ করিতে দেখিয়াছেন, তাহাদের জন্য আপনার মনে ব্যাকুলতা অনুভব করিয়াছেন কী ? আপনি কি তাহার জন্য কাঁদিয়াছেন এবং তাহার সহিত অ তাহার জন্য প্রার্থনা করিয়াছেন ? আপনি কি কোমল বাক্যে ও সদয় ব্যবহারে দেখাইয়াছেন যে, আপনি তাহাকে প্রেম করেন ও তাহাকে রক্ষা করিতে ইচ্ছা করেন ? CCh 224.3
যাহারা নিজেদের দুর্ব্বল প্রকৃতির ও নিন্দার্হ স্বভাবের ভারে ভরাক্রান্ত হইয়া অস্থির চিত্ত ও টল টলায়মান হইয়া পড়িয়াছে, তাহাদের সহিত মেলামেশা করিয়া যখন তাহাদের সাহায্য করিতে পারিতেন, তখন সাহায্য না করিয়া তাহাদিগকে কি একাকী যুদ্ধের মধ্যে ফেলিয়া রাখিয়াছেন ? এই সকল কঠিন পরীক্ষা-প্রপীরিত লোকদের প্রতি জগৎ যখন সহানুভূতি দেখাইতে ও তাহাদিগকে শয়তানের পরীক্ষা জালে নিক্ষেপ করিতে উদ্যত, তখন কি আপনি ইহাদিগকে একদিকে ফেলিয়া রাখেন নাই ? আপনি কি কয়িনের মত বলিতে উদ্যত হন নাই, “আমি কি আমার ভ্রাতার রক্ষক?” আদি ৪ : ৯ । CCh 225.1
মণ্ডলীর প্রধান মস্তক যিনি, তিনি আপনার কার্য্য কিরূপ চক্ষে দেখিবেন ? তাঁহার রক্তে ক্রীত বলিয়া প্রত্যেকটী আত্মা যাহার নিকট বহুমূল্য, তিনি বিপথগামিদের প্রতি আপনার ঔদাসীন্য চিহ্নিত করিয়া রাখিয়ছেন, ইহাতে বিনুমাত্র সন্দেহ নাই । CCh 225.2
অতীতের অবহেলাগুলি প্রতিকারের এখনও সময় আছে । প্রথম প্রেম ও প্রথম উৎসাহ উদ্দীপিত হউক । আপনি যাহাদিগকে তাড়াইয়া দিয়াছেন তাহাদিগকে খুঁজিয়া আনুন, আপনি যে ক্ষত করিয়াছেন, পাপ স্বীকার দ্বারা তাহা বাঁধিয়া দিউন । সদয় প্রেমের মহৎ অন্তঃকরণের সন্নিধানে আইসুন, আর ঐ ঐশ্বরিক অনুকম্পার প্রবাহ আপনার হৃদয়ে, এবং আপনার হৃদয় হইতে অন্যের হৃদয়ে প্রবাহিত হউক । স্বীয় পবিত্র জীবনে তিনি যে কোমলতা ও অনুগ্রহ প্রকাশ করিয়াছেন, সহমানবের প্রতি, বিশেষতঃ খ্রীষ্টে যাহারা আমাদের ভ্রাতা, তাহাদের প্রতি আমরা কিরূপ ব্যবহার করিব, উহা তাহারই দৃষ্টান্ত স্বরূপ । CCh 225.3
মহা জীবন-সংগ্রামে অনেকে মুর্চ্ছাপন্ন ও হতাশ পড়িয়াছে, ইহাদিগকে সদয় ভাবে উৎসাহের ও সাহসের একটি বাক্য বলিলেও ইহারা পরীক্ষার উপরে জয়লাভ করিবার জন্য শক্তি লাভ করিতে পারে । কস্নিঙ্কালেও নির্দয়, উদাসীন, সমবেদনাশূন্য ও ছিদ্রান্বেষী হইবেন না, কখনই না । সাহস দিবার ও আশা উদ্দীপিত করিবার জন্য একটী কথা বলিবার সুযোগ কখনও হারাইবেন না । কোন বোঝা হাল্কা করিবার জন্য খ্রীষ্টীয় উদ্যমের ও সদয় কোমল বাক্যের প্রভাব যে কত সুদূর প্রসারী তাহা আমরা বলিতে পারি না । মৃদুতার, নম্রতার ও কোমলতার আত্মা ভিন্ন, কোন ভ্রান্তকে সুপথে পরিচালিত করা যায় না ।35T 610-613; CCh 226.1