Go to full page →

মাতা- পিতৃহীনের তত্ত্বাবধান CCh 241

যাহাদের প্রতি সুমধুর সহানুভূতি প্রদর্শন করিতে হইবে, তাহাদের মধ্যে মাতা-পিতৃহিন ও বিধবাই সর্ব্বপেক্ষা প্রধান । তাহারাই সদাপভুর সবিশেষ যত্নের পাত্র । ঈশ্বরের নিমিত্ত রক্ষার্থে তাহাদিগকে খ্রীষ্টীয়ান-দিগের হস্তে গচ্ছিত রাখা হইয়াছে । বস্তুতঃ “ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা, এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্করুপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম্ম ।” যাকোব ১ : ২৭ । CCh 241.1

যাহারা বিশ্বাসে জীবন যাপন করিয়াছেন, এরূপ বহু পিতা ঈশ্বরের চিরস্থায়ী প্রতিজ্ঞায় পূর্ণ বিশ্বাস রাখিয়া নিজ নিজ প্রিয়জনের তত্ত্বাবধানের ভার সদপ্রভুর হস্তে অর্পণ করিয়া শান্তিতে নিদ্রাগত হইয়াছেন । কিন্ত সদাপ্রভু কি ভাবে এই সকল প্রিয়জন বিয়োগ-বিধুরের জীবিকা নির্ব্বাহের উপায় করিয়া দিতে পারেন ? তিনি আশ্বর্য্যভাবে স্বর্গ হইতে মান্না দান করেন না, খাদ্য যোগাইবার নিমিত্ত তিনি দাড় কাকও প্রেরণ করেন না ; কিন্ত তিনি মানবান্তঃকরণে আশ্চার্য্য কার্য্য সাধন করিয়া থাকেন, মন হইতে স্বার্থপরতা দূর করিয়া দিয়া বদান্যতার উৎস খুলিয়া দিয়া থাকেন । ক্লেশাপন্ন ও প্রিয়জন-বিয়োগ বিধুরগণকে তাহাদের সুকোমল করুণার অধীনে রাখিয়া সদাপ্রভু তাঁহার অনুগামীবর্গের প্রেম পরীক্ষা করিতে চাহেন । CCh 241.2

যাহাদের অন্তরে ঈশ্বরের প্রেম আছে, তাহারা এই সকল সন্তান- সন্ততির জন্য আপন আওন হৃদয় ও গৃহ খুলিয়া দিউক । বড় বড় প্রতিষ্ঠানে মাতাপিতৃহীনগণের তত্ত্বাবধানের পরিকল্পনা সর্ব্বোত্তম পন্থা নহে । ইহাদের কোন আত্মীয় স্বজন যদি ইহাদিগকে লালন পালন করিতে সমর্থ না হয়, তবে আমাদের মণ্ডলীর সভ্যগণ, হয় ইহাদিগকে আপন আপন পরিবারের মধ্যে আনিয়া লালন পালন করিবেন, নতুবা অন্য কোন উপযুক্ত পরিবারের হস্তে ইহাদিগকে অর্পণ করিবেন । CCh 241.3

এই সকল বালক-বালিকার প্রতি খ্রীষ্টের বিশেষ দৃষ্টি আছে, ইহাদের প্রতি তুচ্ছতাচ্ছল্য করা তাঁহার দৃষ্টিতে অত্যন্ত দোষাবহ । ইহাদের প্রতি যে কোন দয়ার কার্য্য যীশুর নামে করা হয়, তিনি তাহা তাহাঁরই প্রতি করা হইয়াছে বলিয়া স্বীকার করেন ।116T 281. CCh 242.1