নর-নারিগন যেরুপ ভাবে যে পোষাকাদি পরিদান করে , সচরাচর তদ্দারাই তাহাদের চরিত্র প্রদর্শিত হয়। CCh 453.4
পরিহিত পোষাকের ষ্টাইল বা ধারা দেখিয়া আমরা লোকের চরিত্র সম্মন্ধে বিচার করিয়া থাকি। বিনীতা ও ঈশ্বরপরায়ণ নারী শিষ্টভাবে পরিধান করিবে। সাদাসিধে ও যথোপযুক্ত পরিচ্ছদ নির্ব্বাচনে মার্জ্জিত রুচি ও উন্নতমানের পরিচয় পাওয়া যায়। যে নারী স্বীয় আচারব্যবহারে ও নিজ পরিচ্ছদে সাদাসিধে ও জাঁকজমক হীন, তিনি দেখান যে, সত্যনিষ্ঠ নারীর নৈতিক মূল্য তিনি অবধারণ করেন। পরিচ্ছদে সাদাসিধে ভাব কেমন মনোহর ও চিত্তাকর্ষক। মাঠের পুস্পের সহিত ইহার সৌন্দর্ষের তুলনা করা যাইতে পারে। CCh 454.1
ঈশ্বরের সম্মুখে সাবধান ও সতর্কভাবে চলিবার নিমিত্ত আমি আমাদের লোকদিগকে অনুরোধ করি। পোষাক-আসাক পরিধানের রীতিনীতি স্বাস্হ্যনীতির অনুরূপ হইলে তাঁহার অনুসরণ করিতে পারা যায়। অনেকে যেমন, আমাদের ভগ্নিগণও তেমনি যেন বর্ত্তমান সময়োপযোগী ভাল, টেঁকসই ও সাদাসিধে পোষাক পরিধান করেন। তাঁহারা যেন এমন পোষাক পরিধান না করেন , যাহাতে লোকের মনে প্রশ্নের উদ্য হয়। আমাদের ভগ্নিগণের সাদাসিধে পোষাক পরিধান করা বিধেয়। তাহাদের কর্ত্তব্য, সলজ্জভাবে ও গাম্ভীর্য সহকারে শিষ্টতাবাজ্ঞক বিনীত পোষাক পরিহিত হওয়া এবং জগতকে ঈশ্বানুগ্রহের আভ্যন্তরীণ ভূষণের জলন্ত দৃষ্টান্ত প্রদর্শন করা। CCh 454.2
জগতে এইরুপ পরিচ্ছদের প্রচলন থাকা কর্ত্তব্য, যাহা ভদ্রোচিত, সুবিধাজনক, বাইবেল সঙ্গত; কারণ এইরুপ ধরনের পোষাক প্রচলিত হইলে ঈশ্বরের সহিত অথবা জগতের সহিত আমাদের যে সম্পর্ক তাহার বিন্দুমাত্র প্রিবর্ত্তন ঘটিবে না। খ্রীস্টীনিয়দের কর্ত্তব্য খ্রীস্টের পদানুসরণ করা ও তাহাদের পরিচ্ছদ ঈশ্বরের বাক্যানুযায়ী প্রস্তুত করা এবং বিলাসিতা বর্জ্জন করিয়া, প্রশংসা কিংবা অবজ্ঞার দিকে ভ্রুক্ষেপ না করিয়া বিনীতভাবে সৎ্পথ অবলম্বন করা এবং কন্তা ঠিক তাহা বুঝিয়া লইয়া তাহাতে দৃঢ়রুপে সংলগ্ন থাকা। CCh 454.3
পোষাক- পরিচ্ছদ সর্ব্বপ্রকার অনর্থক সৌখিনতা অনুসরণের চেষ্টা করিয়া আপনার সময় নষ্ট করিবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন ও ভদ্রোচিত পোষাক পরিধান করিবেন; আড়ম্বরের সহিত জাঁকাল পোষাক কিংবা শৈথিল্যভাবে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পোষাক পরিধান করিয়া আপনাকে সমালোচনার বিষয়বস্তু করিয়া তুলিবেন না। ঈশ্বরের চক্ষু আপনার উপরে আছে এবং ঈশ্বর আপনার কার্জে অনুমোদন করেন অথবা অনুমোদন করেন না- ইহা যেন আপনি অবগত আছেন, এই ভাবে কার্জ করুন। 2CG 413-415; CCh 454.4