Go to full page →

পৃথিবীতেই স্বর্গীয় স্বভাব লাভ করিতে হইবে CCh 466

ভ্রান্ত হইও না। ঈশ্বরকে পরিহাস করা যায় না। একমাত্র পবিত্রতাই তোমাকে স্বর্গের জন্য প্রস্তুত করিবে। একমাত্র অকপট পরীক্ষামুলক ধর্ম্মপরায়ণতাই তোমাকে বিশুদ্ধ ও উন্নত চরিত্র দান করিতে এবং যিনি অগম্য দীপ্তি নিবাসী, সেই ঈশ্বরের সম্মুখে প্রবেশ করিতে সমর্থ করিতে পারে। এই পৃথিবীতেই স্বর্গীয় স্বভাব অজর্জন করিতে হইবে, নতুবা কখনও ইহা অজর্জন করা সম্ভবপর হইবে না। তাহা হইলে এই মুহুর্ত্তেই আরম্ভ কর। নিজেকে এই চাতুবাদে মুগ্ধ হইতে দিও না যে, এমন একটী সময় আসিবে, যখন তুমি এখন অপেক্ষা সহজতর কোন চেষ্টা করিতে পারিবে। ঈশ্বর হইতে তমের দূরত্ব দিনের পর দিন বাড়িয়া যাইতেছে। যেরূপ উদ্দ্যোগ এখনও দেখাও নাই, সেইরূপ মহা উদ্দ্যোগে অনন্তকালের নিমিত্ত প্রস্তুত হও। তোমার মনকে বাইবেল ভালবসিতে,ক প্রার্থনা-সভা ভালবাসিতে, আরাধনার সময় ভালবাসিতে এবং সর্ব্বোপরি আত্মা যখন ঈশ্বরের সহিত আলাপে রত থাকে, সেই সময়টুকু ভালবাসিতে শিক্ষা দান কর। ঊর্দ্ধস্থ আবাসস্থানে স্বর্গীয় গায়কদলের সহিত যোগদান করিতে চাহ, তবে স্বর্গীয়-মনবিশিষ্ট হও। 52T 267, 268; CCh 466.2