আমাকে দেখান হইয়াছে যে, অবহেলাই অনেক পাপের মূলীভূত কারণ। শত্রু যে সকল পরীক্ষা আনয়ন করে, কর্ম্মরত হস্ত এবং মন তাহাতে মনোনিবেশ করিতে অবসর পায় না, কিন্তু অলস হস্ত এবং কর্ম্মহীন মস্তিষ্ক সর্ব্বদা শয়তানের কর্ত্তৃত্বাধীন। উপযুক্তরূপে ব্যবহৃত না হইলে, মন অনুপযুক্ত বিষয়-ব্যাপারে লিপ্ত হইয়া পড়ে। অলসতা পাপ ; - সন্তানগণকে এই শিক্ষা দেওয়া মাতাপিতার অবশ্য কর্ত্তব্য। 161T 395; CCh 482.1
সন্তানসন্ততিগণের সকল বোঝা তুলিয়া লইয়া তাহাদিগকে অলস ও লক্ষ্যহীন হইতে দেওয়া এবং কোন কিছু করিতে না দেওয়া কিংবা তাহাদের যেরূপ খুসী সেরূপ চলিতে দেওয়া অপেক্ষা অধিকতর অমঙ্গলজনক আর কিছুই নাই। সন্তানসন্ততিগণের মন কর্ম্মরত ; উত্তম ও উপকার-জনক কোন কিছুতে তাহাদের মন ব্যাপৃত না থাকিলে, মন্দের দিকে পরিচালিত হইবে, ইহা অনিবার্য্য। শ্রান্তি-বিনোদন বা খেলাধূলা তাহাদের পক্ষে ন্যায্য ও আবশ্যক হইলেও তাহাদিগকে কার্য্য করিতে, নিয়মিত সময়ে শারীরিক পরিশ্রম করিতে এবং পাঠ ও অধ্যয়ন করিতে শিক্ষা দিতে হইবে। তাহাদিগকে বয়সোপযোগী কার্য্য দিতে হইবে এবং হিতজনক চিত্তাকর্ষক পুস্তকাদি সরবরাহ করিতে হইবে। 17AH 284; CCh 482.2
সন্তানসন্ততিগণ প্রায়ই উদ্যম সহকারে কোন কার্য্য আরম্ভ করে ; কিন্তু আস্তে আস্তে হতবুদ্ধি বা অবসন্ন হইয়া পড়ে ; আর তাঁহারা তখন ঐ কার্য্য পরিত্যাগ করিয়া অন্য কোন নূতন কার্য্যে রত হইতে ইচ্ছা করে। এইরূপে তাঁহারা অনেক কিছু করিতে যাইয়া সামান্য একটু হতাশার সম্মুখবর্ত্তী হইলেই অম্নি উহা পরিত্যাগ করে, তাহারা কিছুই সাধন না করিয়া একটার পর আর একটা করিতে থাকে। সন্তানগণকে বশে রাখিবার জন্য এই পরিবর্ত্তনে সায় দেওয়া মাতাপিতার কর্ত্তব্য নহে। মনের উৎকর্ষ সাধনের জন্য ধৈর্য্যাবলম্বন পূর্ব্বক সময় ক্ষেপন না করিয়া অন্যান্য বিষয়ে এত ব্যস্ত থাকা উচিৎ নহে। উৎসাহ-ব্যঞ্জক কয়েকটী বাক্যে অথবা যথাকালেদত্ত সামান্য একটু সাহায্যে তাহারা তাহাদের সঙ্কটের ও হতাশার উপরে জয়লাভ করিতে পারে ; এবং যে কার্য্যে প্রবৃত্ত হইয়াছে তাহা সমাপ্ত হইতে দেখিয়া তাহারা যে আনন্দ উপভোগ করিবে তাহা তাহাদিগকে এতদপেক্ষা অধিকতর প্রচেষ্টায় প্রোৎসাহিত করিবে। 183T 147, 148; CCh 482.3
আদুরে ও সযত্নে পালিত সন্তানসন্ততিগণ সর্ব্বদাই আদর পাইতে আশা করে ; কিন্তু তাহাদের আশা যদি পূরণ না হয়, তবে তাহারা হতাশ ও নিরাশ হইয়া পড়ে। তাহাদের সারা জীবনে এইরূপ দেখা যায় ; তাহারা নিসঃহায় হইয়া সাহায্যর জন্য অন্যের নিকটে বশ্যতা স্বীকার করে। এমন কি যখন তাহারা পরিণত বয়স্কা হয়, তখন যদি তাহাদের বাধা দেওয়া যায়, তবে তাহারা তাহাতে অপমান বোধ করে ; এইরূপে তাহারা জগতে অজথা অশান্তি ও উদ্বএগ ভোগ করিয়া থাকে এবং নিজেদের ভার বহিতে সাধারনতঃ অসমর্থ হইয়া প্রায়ই বচসা এবং খিট্খিট্ করিতে থাকে, কারণ প্রত্যেকটী জিনিষ তাহাদের মন মত হয় না। 191T 392, 393; CCh 483.1
নারী যখন নিজের কাজ ও সেই সঙ্গে সঙ্গে পরিবারস্থ সকলের কাজও করেন, স্বামী ও পুত্রগন যখন আগুনের কাছে বসিয়া গল্পগুজবে ও আরামে সময় অতিবাহিত করিতে থাকেন, তখন যদি তিনি, কাষ্ঠ ও জল আনয়ন করেন এবং এমন কি নিজ হস্তে কুঠার লইয়া কাষ্ঠ কাটেন, তবে তিনি নিজের ও পরিবারস্থ সকলের বিরুদ্ধে এক গুরুতর অন্যায় করেন। ঈশ্বর কখনও চাহেন নাই যে, স্ত্রীগণ ও মাতাগণ পরিবারের ক্রীতদাসী হইবেন। বহু মাতার অতি গুরু পারিবারিক বোঝা বহন করিতে হইলেও সন্তানসন্ততিগণকে উক্ত বোঝার অংশ গ্রহণ করিতে শিক্ষা দেওয়া হয় না। ফলে তিনি বার্দ্ধক্যে উপনীতা হইয়া অকালে মৃত্যমুখে পতিতা হন। অনভিজ্ঞ পদগুলিকে সুপথে পরিচালিত করিবার জন্য যে সময়ে সন্তানগণের এক মাতার প্রয়োজন, ঠিক্ সেই সময়ে তিনি তাহাদিগকে ফেলিয়া চলিয়া যান। কে ইহার জন্য দায়ী ? CCh 483.2
স্ত্রীকে উদ্বেগ ও অশান্তির হস্ত হইতে রক্ষা করিবার ও তাঁহার চিত্তকে প্রফুল্লিত রাখিবার জন্য স্বামীর সর্ব্ব প্রকার চেষ্টা করা কর্ত্তব্য। সন্তানসন্ততিগণকে কখনও অলসতা পোষণ করিতে দেওয়া বিধেয় নহে, কারণ ইহাতে তাহাদের স্বভাব শীঘ্রই আলস্য-প্রবণ হইয়া উঠে। 205T 180, 181; CCh 484.1