Go to full page →

৪৭ অধ্যায় CCh 522

সংযত জীবন যাপন করিবার জন্য আহবান CCh 522

স্বাস্থ্য এক অমূল্য সম্পদ ; এবং অনেকে যেমন মনে করে, বিবেক ও ধর্ম্মের সহিত ইহার সম্বন্ধ তদপেক্ষা গভীরতর। কার্য্য-দক্ষতার সহিত ইহার ঘনিষ্ঠ সম্বন্ধ আছে, সুতরাং চরিত্রকে যেমন, স্বাস্থ্যকেও তেমনি পবিত্রভাবে রক্ষা করা উচিত। কারণ আমাদের স্বাস্থ্য যত নিখুঁত হইবে, ঈশ্বরের কার্য্য বিস্তৃতির জন্য ও মানব মঙ্গলার্থে আমাদের চেষ্টা তত অধিকতর নিখুঁত হইবে। 1CT 294; CCh 522.1

১৮৭১ খ্রীষ্টাব্দে ১০ ই ডিসেম্বর আমাকে দেখান হইয়াছিল, যে মহান কার্য্য একদল লোককে প্রভুর আগমনের নিমিত্ত প্রস্তুত করিবে, স্বাস্থ্য-সংস্কার তাঁহার মধ্যে এক শ্রেণীর। দেহের সহিত হস্তের যেরূপ ঘনিষ্ঠ সম্বন্ধ, তৃতীয় দূতের বার্ত্তার সহিত স্বাস্থ্যের তেমনি ঘনিষ্ঠ সম্বন্ধ। মানবগণ দশ আজ্ঞা ব্যবস্থার প্রতি অবজ্ঞা প্রদর্শন করিতেছে, কিন্তু প্রথমে চেতনাবাণী প্রেরণ না করিয়া প্রভু ঐ সকল ব্যবস্থা-লঙ্ঘনকারীকে শাস্তি দিতে আসিবেন না। তৃতীয় দূত ঐ চেতনাবানী ঘোষণা করিতেছেন। মানবগণ যদি দশ আজ্ঞা ব্যবস্থার আজ্ঞাবহ হইত, নিজ নিজ জীবনে যদি ঐ সকল বিধির মূলনীতিগুলি প্রতিপালন করিত, তাহা হইলে অভিশাপরূপে অধুনা এই জগতে ব্যাধি সমূহের যে প্লাবন দৃষ্ট হইতেছে, তাহা দেখা যাইত না। CCh 522.2

নরনারিগণ ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন না করিয়া বিকৃত বা দুষ্ট ক্ষুধার এবং ইন্দ্রিয় লালসার বশবর্ত্তী হইয়া প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করিতে পারে না। আমাদের সত্তায় ঈশ্বর যা সকল ব্যবস্থা বা নিয়ম স্থাপন করিয়াছেন, সেগুলি লঙ্ঘন করিলে আমাদের পাপ হইবে ইহা যেন আমরা ভালরূপে বুঝিতে পারি, এই জন্যই তিনি আমাদিগের উপরে স্বাস্থ্য-সংস্কারের দীপ্তি বিচ্ছুরিত হইতে দিয়াছেন। প্রাকৃতিক নিয়ম পালন কিংবা লঙ্ঘনের ফলে আমরা সর্ব্বপ্রকার সুখ কিংবা দুঃখ ভোগ করিয়া থাকি। কেহ কেহ জ্ঞাতসারে, কিন্তু অনেকে অজ্ঞাতসারে তাঁহার স্থাপিত ব্যবস্থা লঙ্ঘন করিতেছে, আর আমাদের প্রেমময় স্বর্গীয় পিতা ইহাদের শোচনীয় অবস্থা দেখিতেছেন। মানবজাতির প্রতি প্রেম ও দয়াপরবশ হইয়া তিনি স্বাস্থ্য সংস্কারের উপরে দীপ্তি বিকিরণ করিতেছেন। তিনি স্বীয় ব্যবস্থা ও উহা লঙ্ঘনের দণ্ড জানাইয়া দিতেছেন, যেন মানবগণ প্রাকৃতিক নিয়ম পালনের বিষয়ে সচেষ্ট ও যত্নবান হয়। তিনি তাঁহার ব্যবস্থা এত সুস্পষ্টরূপে ঘোষণা করেন ও এত প্রখ্যাতনামা করেন যে, উহা পর্ব্বতের উপর অবস্থিত নগর সদৃশ। হিসাব দিবার জন্য যাহারা দায়ী, তাহারা যদি ইচ্ছা করে, তবে তাহাদের সকলেই ইহা বুঝিতে পারিবে। যাহারা মূর্খ বা অবোধ তাহারা দায়ী হইবে না। প্রাকৃতিক নিয়মে সুস্পষ্টরূপে প্রকাশ করিয়া ও ইহা পালন করিতে লোকদিগকে উৎসাহিত করিয়া প্রভুর আগমনের নিমিত্ত একদল লোক প্রস্তুত করাই তৃতীয় দূতের বার্ত্তার কার্য্য। 23T 161; CCh 522.3