Go to full page →

চিকিৎসা-কার্য্য সত্যের জন্য দ্বার উম্মুক্ত করিয়া দিবে CCh 604

মিশনারী সেবিকাগনের দ্বারা বহু প্রকারের কার্য্য সাধিত হইবে। পরিবারদির মধ্যে যাইবার এবং সত্যে ঔৎসুক্য জন্মাইবার পক্ষে সুশিক্ষিতা সেবিকাগণের বিশেষ সুযোগ রহিয়াছে। প্রায় সকল সম্প্রদায়ের মধ্যেই এমন বহুসংখ্যক লোক আছে, যাহারা কোন ধর্ম্ম-উপাসনায়ই যোগ দান করে না। তাহাদের নিকট সুসমাচার দিতে হইলে তাহাদের ঘরে উহা লইয়া যাওয়া আবশ্যক। অনেক সময়ে কেবল মাত্র শারীরিক অভাবের প্রতীকারই একমাত্র পন্থা, যদ্দ্বারা তাহাদের নিকটে আসা যায়। পীড়িতদিগের সেবা শুশ্রূষার সময়ে ও দীনদরিদ্রদিগের দুঃখদুর্দ্দশা মোচনকালে মিশনারী সেবিকাগন তাহাদের সহিত প্রার্থনা করিবার, ঈশ্বরের বাক্য হইতে তাহাদের নিকট পাঠ করিবার ও ত্রানকর্ত্তার বিষয় বলিবার বহু সুযোগ প্রাপ্ত হইবেন। কামাদিরিপু যে ক্ষুৎপিপাসাকে হীন পদস্থ করিয়াছে, তাহা বশে রাখিতে যাহাদের ইচ্ছাশক্তি নাই, সেবিকাগণ সেই অসহায় লোকদের সহিত মিশিয়া তাহাদের জন্য প্রার্থনা করিতে পারেন। পরাজিত ও ভগ্নান্তঃকরণ লোকদের জীবনে তাঁহারা আশার জ্যোতি আনয়ন করিতে পারেন। নিঃস্বার্থ দায়ার কার্য্যের মধ্যে প্রকাশিত তাহাদের নিঃস্বার্থ প্রেম দেখিয়া খ্রীষ্টের প্রেমে বিশ্বাস স্থাপন করা ক্লেশাপন্নদিগের পক্ষে অধিকতর সহজ হইবে। CCh 604.1

আমাকে দেখান হইয়াছে যে, মেডিকেল-মিশনারী কার্য্য দ্বারা আবিস্কৃত হইবে যে, যাহারা অধঃপতনের একেবারে নিম্নস্তরে নামিয়া গিয়াছে, তাহাদের মন একবার কেমন সুন্দর ছিল ও তাহাদের গুণরাশি কেমন শ্রেষ্ঠ ছিল, এক্ষণে যদি উপযুক্তরূপে চেষ্টা করা যায়, তবে তাহাদের পতিত অবস্থা হইতে তাহারা আবার উদ্ধার পাইবে। সহানুভূতি সহকারে সেবাযত্ন করিয়া ও তাহাদের শারীরিক অভাব মোচন করিয়া তাহাদের মনে এই চিন্তা জগাইয়া দিতে হইবে যে, ইহাই সেই সত্য যাহা যীশুর মধ্যে আছে। এইরূপ লোকদের জন্য যাহারা পরিশ্রম করেন, পবিত্র আত্মা তাঁহাদের সঙ্গে সঙ্গে থাকিয়া কার্য্য করেন। আর কেহ কেহ তাহাদের ধর্ম্ম বিশ্বাসের জন্য পর্ব্বতের উপরে ভিত্তি স্থাপন করিয়াছেন বলিয়া কৃতার্থ হন। CCh 604.2

দ্বার দিয়া যেন দেহ প্রবেশ করিতে পারে, তজ্জন্য দক্ষিণ হস্ত দ্বারা দ্বার খুলিয়া দেওয়া হয়। মেডিকেল-মিশনারী-কার্য্য সেই দক্ষিণ হস্তেরই কার্য্য। বর্ত্তমান সত্য গ্রহণের নিমিত্ত ইহা প্রধানতঃ পথ প্রস্তুত করিয়া দেয়। হস্ত বিনা দেহ অকর্ম্মণ্য। দেহকে সম্মান দিতে হইলে সাহায্যকারী হস্তদ্বয়কেও সম্মান দিতে হইবে, কারণ ইহারা এমন প্রয়োজনীয় অঙ্গ যে ইহাদের ভিন্ন দেহ কিছুই করিতে পারে না। অতএব যে দেহ দক্ষিণ হস্ত সম্বন্ধে উদাসীন হইয়া উহার সাহায্য না লয়, সেই দেহ কিছুই সাধন করিতে পারে না। CCh 605.1

সুসমাচার অনুযায়ী জীবন যাপন করা, বা ইহার মূলনীতিগুলি রক্ষা করাকেই বলে জীবনমূলক জীবনদায়কগন্ধ। যিনি কেবল সুসমাচার প্রচার করেন, তাঁহার বিপক্ষে যে দ্বার রুদ্ধ ছিল, দক্ষ মেডিকেল মিশনারীর জন্য সেই দ্বার উন্মুক্ত হইবে। শারীরিক ক্লেশের উপশমের মধ্য দিয়া ঈশ্বর লোকদের অন্তঃকরনণে কার্য্য করেন। মনের মধ্যে সত্যের বীজ বপন করা হয়, আর ঈশ্বর তাহাতে জল সেচন করেন। এই বীজে জীবন দেখিবার পূর্ব্বে যথেষ্ট ধৈর্য্যের প্রয়োজন, কিন্তু অবশেষে ইহা অঙ্কুরিত হইয়া অনন্ত জীবনের উদ্দেশে ফল উৎপন্ন করিবে। 9MM 238-247. CCh 605.2