Go to full page →

৫৯ অধ্যায় CCh 625

মিথ্যা-বিজ্ঞান শয়তানের আধুনিক দীপ্তি-বস্ত্র CCh 625

স্বর্গীয় রাজদরবারের প্রতিনিধি হিসাবে শয়তানের যেমন মিথ্যাবিজ্ঞান ব্যাবহার করিয়াছিল, এখনও সে তাহাই ব্যবহার করিতেছে। দূতগণের নিকট সে যে সকল মিথ্যা উক্তি করিয়াছিল, তাহার সেই সকল ধূর্ত্ত বৈজ্ঞানিক মতবাদ তাহাদের অনেককে বাধ্যতা হইতে বিপথগামী করিয়াছিল প্রলোভন প্রদর্শনপূর্ব্বক। CCh 625.1

স্বর্গভ্রষ্ট হইয়া শয়তান আমাদের আদি মাতাপিতাকে প্রলুব্ধ করিয়াছিল। আদম ও হবা শত্রুর প্রলোভনে পতিত হইলেন, আর তাঁহাদের অবাধ্যতায় মানব-জাতি ঈশ্বর হইতে বিচ্ছিন্ন হইল এবং পৃথিবী স্বর্গ হইতে পৃথক্‌ হইয়া পড়িল। CCh 625.2

আদম ও হবা কখনও নিষিদ্ধ বৃক্ষ স্পর্শ না করিলে সদাপ্রভু তাঁহাদিগকে এমন জ্ঞান প্রদান করিতেন, যাহার উপরে পাপের অভিশাপের কোন ছায়াপাত হইত না, এবং যাহা তাঁহাদের নিকটে নিত্যস্থায়ী হর্ষ আনয়ন করিত। তাঁহাদের অবাধ্যতা দ্বারা পাপ ও ইহার ফলাফলের সহিত পরিচিত হওয়া ভিন্ন তাঁহাদের অন্য কোন লাভ হয় নাই। CCh 625.3

যে ক্ষেত্রে শয়তান আমাদের আদি মাতাপিতাকে পরিচালিত করিয়াছিল, সেই একই ক্ষেত্রে আজও সে লোকদিগকে পরিচালিত করিতেছে। মনঃপূত গল্প দ্বারা সে জগতৎকে প্লাবিত করিতেছে। লোকেরা যেন ঈশ্বর-বিষয়ক জ্ঞান বা পরিত্রাণ লাভ করিতে না পারে, তজ্জন্য সে সর্ব্বপ্রকার উপায় উদ্ভাবন করিতেছে। 18T 290; CCh 625.4