Go to full page →

পূর্ণ আত্মোতসর্গের প্রয়োজন CCh 636

ভ্রাতৃগণ, কর্ত্তব্য-পরায়ণ হইবার নিমিত্ত আমি আপনাদিগকে প্রভুর নামে অনুরোধ করি। আপনারা আপনাদের হৃদয়গুলি পবিত্র আত্মার শক্তিতে সমর্পণ করুন ; তাহা হইলে ঐ সকল হৃদয় ঈশ্বরের বাক্যের শিক্ষাসমূহ গ্রহণ করিতে পারিবে। আর আপনি ঈশ্বরের গভীর বিষয় সমূহ অনুভব করিতে সমর্থ হইবেন। CCh 636.3

খ্রীষ্টের সাক্ষ্য, গভীর চেতনা পূর্ণ এক সাক্ষ্য জগৎকে দান করিতে হইবে। প্রকাশিত বাক্য নামক পুস্তকের সর্ব্বত্র বহুমূল্য ও উন্নত প্রতিজ্ঞা সমূহ রহিয়াছে এবং উহাতে অতি ভয়াবহ গভীর চেতনা সমূহও বিদ্যমান। যোহনকে খ্রীষ্ট যে সাক্ষ্য দান করিয়াছিলেন, যাহারা সত্য জানে বলিয়া দাবী করে, তাহারা কি সেই সাক্ষ্য পাঠ করিবে না ? এই স্থলে অনুমানের কিংবা বৈজ্ঞানিক প্রতারণার কোন কার্য্য নাই। ফলতঃ এ স্থানে এমন সত্য সমূহ রহিয়াছে, যাহাতে আমাদের বর্ত্তমান ও ভবিষৎ মঙ্গল নির্ভর করে। গমের কাছে ভূষি কী ? CCh 637.1

প্রভু ত্বরায় আসিতেছেন। ঈশ্বর-দত্ত-দায়িত্ত সম্পাদনের নিমিত্ত সিয়োনের প্রাচীরের প্রহরিগণকে জাগ্রৎ হইতে বলা হইতেছে। ঈশ্বর এরূপ প্রহরিগণকে ডাকিতেছেন, যাহারা পবিত্র-আত্মার শক্তিতে পূর্ণ হইয়া জগৎকে শেষ চেতনাবাণী দান করিবে ; এবং রাত্রি কত তাহা সকলকে জানাইয়া দিবে। নর-নারিগণ যেন মৃত্যু নিদ্রায় নিদ্রিত না হয়, তজ্জন্য তাহাদিগকে তন্দ্রা হইতে জাগরিত করণার্থে তিনি প্রহরিগণকে আহবান করিতেছেন। 98T 301,302,304. CCh 637.2