Go to full page →

এই ধনকে অবজ্ঞা করার ফল COLBen 87

শয়তান মানুষের অন্তরে কাজ করে এবং তাদেরকে এই চিন্তা করতে বাধ্য করে যে, ঈশ্বরীয় জ্ঞানের চেয়ে আরও চমৎকার জ্ঞান অর্জন করার রয়েছে। সে প্রবঞ্চনা করে আদম ও হবার মধ্যে ঈশ্বরের বাক্য সম্পর্কে সন্দেহ তৈরি করেছিল এবং তাদেরকে অবাধ্য হতে শিখিয়েছিল। এদন বাগানে সে যে ধোঁকাবাজি করেছিল তা আজও এই পৃথিবীতে চলছে। বাক্যের শিক্ষকেরা তাদের শিক্ষার সাথে এই জগতের বিভিন্ন মতাদর্শ মিশিয়ে দিচ্ছেন এবং তা যুবকদের অন্তরে রোপণ করছেন, ফলে যুবক যুবতীরা ঈশ্বরের বিধান ও তাঁর প্রতিজ্ঞা সম্পর্কে ভুল ধারণা নিচ্ছে ও তাদের মনে অবিশ্বাস জন্মাচ্ছে। তারা জানেও না যে, তারা এই কোমলমতি শিক্ষার্থীদের কতটা ক্ষতি সাধন করছে। তারা অল্পও অনুধাবন করে, তাদের এই কাজের ফল কোথায় গিয়ে দাঁড়াবে। COLBen 87.3

আজকের দিনে একজন শিক্ষার্থী হয়তো তার স্কুল ও কলেজে সবচেয়ে ভালো ফল লাভ করে প্রত্যেকটি শ্রেণী উত্তীর্ণ হতে পারে। সে জ্ঞান অর্জনের জন্য তার সমস্ত মেধা ও শক্তি ব্যয় করতে পারে। কিন্তু সেই জ্ঞান যতক্ষণ না ঐশ্বরিক জ্ঞান হয়, ততক্ষণ পর্যন্ত এই জ্ঞান অর্জন তার কোন কাজে আসছে না, বরং সে ধীরে ধীরে নিজেকে বিনষ্ট করে ফেলছে। বাজে অভ্যাসের মধ্য দিয়ে সে তার নিজের আত্মমর্যাদা নষ্ট করে ফেলছে। সে তার নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে তার জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুধাবন করতে পারছেন। সে তার মন ও দেহের উপরে অযাচিত চাপ সৃষ্টি করতে থাকে। সে কখনো সুখ পায় না; কারণ সে ক্রমাগতভাবে ঐশ্বরিক আদর্শের চর্চা করতে অস্বীকৃতি জানানোর কারণে তার মানবীয় অভ্যাসগুলো তার শান্তি নষ্ট করে দিয়েছে। তার এত বছরের সাধনা ধ্বংসের পথে উপনীত হয়েছে, কারণ সে আসলে নিজেকেই ধ্বংস করে দিচ্ছে। সে তার শারীরিক ও মানসিক শক্তির অপব্যবহার করেছে এবং তার দেহ রূপ মন্দিরকে বিনষ্ট করে ফেলেছে। সে তার এই জীবন এবং তার আসন্ন অনন্ত জীবনকেও ধ্বংস করে দিয়েছে। পার্থিব জ্ঞান লাভ করার মধ্য দিয়ে সে ধন অর্জন করবে বলে ভেবেছিল, কিন্তু বাইবেলকে দূরে সরিয়ে দিয়ে সে এমন ধন হারিয়েছে, তা পৃথিবীর সমস্ত ধন দিয়েও কেনা যায় না। COLBen 88.1