মিসেস ঈলেন জি. হােয়াইটের যুগান্তকারী রচনাবলীর মধ্যে “মহাসংঘর্ষ অন্যতম--১৮৮৮ সালে বইটির প্রথম সংস্করণ ইংরেজি ভাষায় প্রকাশিত হয় এবং ১৯১১ সালে লেখিকা নিজেই তা সংশােধন ও সংস্করণ করেন। এ সংশােধন ও সংস্করণটি বিশ্বব্যাপি ছাপানাে ও প্রকাশ করা হয়। এমন কি পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করে লক্ষ লক্ষ কপি ছাপানাে ও প্রকাশ করা হয় । জনপ্রিয় (bestseller) বইগুলাের মধ্যে “মহাসংঘর্ষ” বইটিও স্থান পায়। এ বই পড়ে কিছু কিছু লােক তাদের মন পরিবর্তন করেন ও যীশুকে তাদের ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেন । GrHBen 3.1
গত বছর অর্থাৎ ২০১০ সালের জেনারেল কনফারেন্সের শরৎকালিন অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয় যে, “মহাসংঘর্ষ” নামক বইটি নতুন নামে প্রকাশ করা হবে। নতুন শিরােনামটি হবে “পরম ধন্য আশা” এবং বিশ্বব্যাপি সর্বমােট ৫ কোটি কপি ছাপানাে ও বিতরণ করার প্রকল্প হাতে নেয়া হয়। GrHBen 3.2
জেনারেল কনফারেন্স ও সাউদার্ণ এশিয়া-প্যাসিফিক ডিভিশনের সিদ্ধান্ত মােতাবেক বাংলাদেশ ইউনিয়ন মিশন নির্বাহী কমিটি এ প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ইউনিয়ন মিশন এ বছর সহ পাঁচ বছরে মােট ৬৫,০০০ কপি “পরম ধন্য আশা” বইটি বাংলা ভাষায় ছাপানাের প্রকল্প হাতে নেয়। তাঁর মানে প্রতি বছর ১৩ হাজার কপি ছাপাতে হবে এবং ২০১৫ সালে এ লক্ষ্য সম্পূর্ণ অর্জিত হবে। GrHBen 3.3
“পরম ধন্য আশা” বইটি শুধু ছাপালে হবে না, বিতরণও করতে হবে। প্রতি বছর মােট ১৩,০০০ বই বিতরণ করতে হবে। এর অর্থ হচ্ছে এ্যাডভেন্টিষ্ট মণ্ডলীর। প্রত্যেক সভ্য-সভ্যাকে বিতরণের কাজে সম্পৃক্ত হতে হবে । “পরম ধন্য আশা” বইটি আমাদের প্রতিবেশী নন-এ্যাডভেন্টিষ্ট ভাই-বােনদের মাঝে বিতরণ করতে হবে । মণ্ডলীর প্রত্যেক সভ্য-সভ্যা, অবাল-বৃদ্ধ-বনিতা, এ কাজে অংশগ্রহণ করবেন বলে আমাদের আশা--এটা আমাদের কর্তব্য ও দায়িত্বও বটে । উক্ত বইয়ে যে সত্য নিহিত আ.তু তা আমাদের প্রতিবেশীদের জানার প্রয়ােজন রয়েছে। GrHBen 3.4
আর্থিক অসচ্ছলতার কারণে বাংলাদেশ ইউনিয়ন মিশন নিবাহী কমিটি সিদ্ধান্ত নেয় যে “মহাসংঘর্ষ” বইয়ের সর্বমােট ৪২টি অধ্যায়ের মধ্যে সব কয়টি অধ্যায় “পরম ধন্য আশা” বই-এ অন্তর্ভুক্ত না করে বরং সংক্ষিপ্ত আকারে ছাপানাে হবে, তবে ইহার মূল বিষয়-বস্তুগুলাে অক্ষত অবস্থায় রাখা হবে। এ সিদ্ধান্ত অনুসারে “পরম ধন্য আশা” নামক বইটিতে ১৭টি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং অধ্যায়গুলােও পুনর্বিন্যাস করা হয়েছে। আমরা আশা রাখি বইটি পাঠকদের উপকারে আসবে এবং এটি অধ্যয়ন করে আপনাদের নিজ নিজ আত্মিক জীবন আরাে উন্নতি লাভ করবে । GrHBen 3.5
প্রকাশকবৃন্দের পক্ষে:
বেনজামিন রাকসাম, পরিচালক
প্রকাশনা পরিচর্যা বিভাগ
বাংলাদেশ ইউনিয়ন মিশন । (২২ অক্টোবর, ২০১১)