Go to full page →

আত্মা লাভকারী রূপে যুবক-যুবতিগণ-৬২ MYPBen 196

শয়তান একজন সজাগ-সচেতন শ, তার উদ্দেশ্য হাসিলের অভিপ্রায়ে সে যুবক-যুবতিদের এমন কাজে পরিচালিত করছে যা সম্পূর্ণরূপে ঈশ্বরের অনুমােদনের বিপরীত। সে ভালাে করেই জানে যে, অন্য আর কোনাে শ্রেণীর লােক নেই যারা ঈশ্বরের অনুমােদিত এবং ঈশ্বরের প্রতি আত্মোৎ সর্গীকৃত। যােগ্য যুবক-যুবতি একটি শক্তিশালী প্রভাব ফেলতে পারে। ঈশ্বরের। প্রতি আত্মাৎসর্গীকৃত একজন যুবক বা যুবতি তার সঙ্গীদের উপর যতটা প্রভাব বিস্তার করতে পারে একজন প্রচারক বা স্বাধীন সভ্য- যিনি অনেক বছর যাবৎ কাজ করেছেন তার অর্ধেক প্রভাব ফেলতে পারেন না। তাদের অনুভব। করতে হবে যে, তাদের উপরে একটি দায়িত্ব অর্পিত রয়েছে, যেন তাদের সহ মানবকে রক্ষা করার জন্য তাদের সামর্থ্য অনুযায়ি সব করতে পারে, এমন কি তাদের আমােদ প্রমােদ এবং স্বাভাবিক বাসনা জলাঞ্জলি দিয়ে হলেও করতে পারে। এমন কি প্রয়ােজন হলে সময়ও ঈশ্বরের কাছে উৎসর্গ করা উচিৎ। MYPBen 196.1

যারা ধার্মিক বলে স্বীকার করেন, তাদের, যারা খ্রীষ্টে নেই, তাদের বিপদ সম্পর্কে উপলব্ধি করা উচিৎ। তাদের সুযােগের দ্বার-অতি সত্বর বন্ধ হয়ে যাবে। যারা অন্যদেরকে রক্ষার জন্য প্রভাব বিস্তার করতে পারত, তারা কি ঈশ্বরের পরামর্শে স্থির থেকেছে, যদিও তারা স্বার্থপরতা ও আলস্যের কারণে। তাদের কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে, অথবা যেহেতু তারা খ্রীষ্টের ক্রুশের জন্য লজ্জিত হয়েছে, তাই তারা কেবল নিজেদের আত্মাই হারাবে না কিন্তু তাদের বস্ত্রে অভাগা পাপীদের রক্তের চিহ্ন থাকবে। তারা যে সৎ কাজ করতে পারত, । এটি তার প্রতিদান একটি চিহ্ন বা হিসাব, যে, তারা ঈশ্বরের কাছে নিবেদিত, কিন্তু তাদের অবিশ্বস্ততার কারণে কাজে সফল হতে পারেনি। MYPBen 196.2

যারা প্রকৃতপক্ষে পরিত্রাণকারী প্রেমের মিষ্টতার আস্বাদ গ্রহণ করেছে, তারা তাদের সঙ্গিদের পরিত্রাণ পরিকল্পনার সঙ্গে পরিচিত না করে ক্ষান্ত হবে। না। “তরুণ-তরুণীরা জিজ্ঞাসা করবে,” প্রভু, আমি তােমার জন্য কি করব? আমি পৃথিবীতে কিভাবে তােমার নামের সমাদর এবং গৌরব করতে পারি?” আমাদের চারপাশের আত্মাগণ বিনষ্ট হচ্ছে, আর এক্ষেত্রে তাদেরকে খ্রীষ্টের পক্ষে জয় করণার্থে তরুণ তরুণীগণ কি দায়িত্ব পালন করতে পারে? MYPBen 196.3