Go to full page →

ভাগ্যের বুনট MYPBen 204

প্রিয় তরুণ তরুণি বন্ধুগণ, মনে রেখ প্রতিদিন, প্রতি ঘণ্টায় প্রতিমুহূর্তে তােমাদের নিজেদের ভাগ্যের বুনট বয়ন করে যাচ্ছ। প্রতিবার তন্তুবায়ের মাকু ক্ষেপন করা হয় এবং বুননের ভেতর সূতা চলে যায়, যা নমুনাটিকে হয় মন্দ করে নতুবা সুন্দর করে। যদি তুমি অসতর্ক এবং অলস হও, তবে তুমি জীবনকে নষ্ট করে ফেল, যা ঈশ্বর পরিকল্পনা করেছেন যেন উজ্জ্বল এবং সুন্দর। হয়। যদি তুমি তােমার নিজের ইচ্ছা ও খেয়াল খুশি মত চল, তাহলে, অখ্রষ্টিয় অভ্যাসগুলাে তােমাকে ইস্পাতের বন্ধনী দ্বারা বেঁধে ফেলবে। আর যদি তুমি তােমার মন্দ অভ্যাসের কারণে খ্রীষ্টের নিকট থেকে দূরে চলে যাও, তবে তুমি কখনও স্বর্গের গৌরব উপভােগ করতে পারবে না। কিন্তু যদি তুমি স্বার্থপরতার উপর জয়ী হবার জন্য সাহসী পদক্ষেপ নেও, তােমার চারপাশের লােকেরা তােমার সাহায্য লাভের সুযােগ থেকে বঞ্চিত না হয়; তাহলে তােমার আদর্শের জ্যোতি অন্যদেরকে ক্রুশের কাছে আকর্ষণ করবে।- The youth’s Instructor; December 5, 1901. MYPBen 204.1