সম্পদের মন্দ ফলাফলগুলাের মধ্যে অন্যতম প্রধান রীতিসম্মত ধারণা হল যে, কাজ অপমানজনক। যিহিষ্কেল ভাববাদী ঘােষণা করেন: “দেখ, তােমার ভাগিনী সদোমের এই অপরাধ ছিল; তাহার ও তাহার কন্যাদিগের দর্প, ভক্ষের পূর্ণতা এবং নিশ্চিন্ততাযুক্ত শান্তি ছিল; আর সে দুঃখী ও দরিদ্রের হস্ত সবল করিত না,” যিহিস্কেল ১৬:৪৯। এখানে আমাদের সম্মুখে আলস্যের ভয়াবহ পরিণাম সমূহ উপস্থাপন করা হয়েছে, যা মনকে দুর্বল করে, আত্মাকে খর্ব করে এবং জ্ঞানকে বিকৃত করে; যা আশীর্বাদ স্বরূপ দেওয়া হয়েছিল, তা অভিশাপ স্বরূপ করে তােলে। এটি সেই কর্মময় নর অথবা নারী, যে জীবনে মহৎ ও উত্তম কিছু দেখে, এবং যে বিশ্বাস এবং প্রত্যাশার সঙ্গে এর দায়িত্ব বহন করতে ইচ্ছুক হয়। MYPBen 207.1
সন্তোষজনক শ্রমের আবশ্যকতা জীবনে অপরিহার্য কর্তব্য, তথাপি বহু সংখ্যক খ্রীষ্টের অনুগামীকে এটি শিক্ষা করতে হবে। এতে প্রয়ােজন অধিক অনুগ্রহ, অধিক দৃঢ় চরিত্রের শৃঙ্খলা, যন্ত্রীর ধারণ ক্ষমতা অনুযায়ী ঈশ্বরের জন্য কাজ করা, বাণিজ্যসংক্রান্ত, আইনজীবি, বা কৃষক, জীবনের সাধারণ পেশার মধ্যে খ্রীষ্টধর্মের শিক্ষা বহন অপেক্ষা মুক্ত ক্ষেত্রে সত্য স্বীকৃত একজন। মিশনারি। এতে একটি বলিষ্ঠ আত্মিক দৈহিক শক্তি কর্মশালার মধ্যে ধর্ম আনয়ন এবং ব্যবসায় অফিস, প্রত্যহিক জীবনের পবিত্রীকরণের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এবং ঈশ্বরের বাক্যের মান অনুসারে প্রতিটি কার্য পরিচালনা আবশ্যক কিন্তু প্রভু এটিই চান MYPBen 207.2
প্রেরিত পৌল আলস্যকে একটি পাপ বলে অভিহিত করেছেন। তিনি তাঁবু তৈরির কাজ, বড় এবং ছােট শাখার কাজ শিখেছেন এবং তার পরিচর্যা কাজের সময় ব্যাপি, তিনি প্রায়ই এ কাজের মধ্যে তার নিজের এবং অন্যের ভরণ পােষণ যুগিয়েছেন। তিনি যে সময় ব্যয় করেছেন তাতে সময়ের যে অপচয় হয়েছে, তা মনে করেনি। তিনি যেভাবে কাজ করেছেন এবং যে শ্রেণীর লােকদের কাছে যেতেন অন্য কোনাে উপায়ে তাদের কাছে পৌছান সম্ভব ছিল না। তিনি তার সহচরদের দেখাতেন যে, এই সহজ শিঙ্কা কাজরূপ দান ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন। তিনি শিক্ষা দিয়েছিলেন যে, প্রতিদিনের শ্রমের মধ্যে ঈশ্বরকে সমাদর করতে হবে। তাঁর পরিশ্রমী হাত দুটো, এক জন খ্রীষ্টিয়ান পরিচর্যাকারীরূপে তাঁর করুণ আবেদন খর্ব করেনি। MYPBen 207.3
ঈশ্বর পরিকল্পনা করেন যে, সকল কার্যকারী হবে। বােঝা বহনকা পশু অলস মানুষ অপেক্ষা উত্তমরূপে তাঁর সৃষ্টির উদ্দেশ্যের জবাব দিয়ে থাকে। ঈশ্বর একজন বিরামহীন কর্মী। দূতগণ কার্যকারী; তারা মানব সন্তানদের প্রFি ঈশ্বরের পরিচর্যাকারী। যারা কর্মবিহীন একটি স্বর্গের অপেক্ষা করে, তার নিরুৎসাহিত হবে; কেননা স্বর্গে আলস্যের স্থান নেই। তবে যারা ক্লান্ত এব বােঝায় ভারগ্রস্ত, তাদের জন্য বিশ্রামের প্রতিজ্ঞা রয়েছে। এ সেই বিশ্বস্ত দা যে তার প্রভুর আনন্দের সহভাগী হবার জন্য সাদর অভ্যর্থনা পাবে। সে তা যুদ্ধাস্ত্র রেখে দিয়ে আনন্দ করবে এবং যুদ্ধের জনরব ভুলে যাবে এবং যার খ্রীষ্টের ক্রুশের মাধ্যমে বিজয়ী হবে তারা গৌরবময় বিশ্রামে প্রবেশ করবে ২ তাদের জন্য প্রস্তুত করা গিয়েছে। - “ Counsels of Teachers, Parent. and students,” pp.274-280. MYPBen 208.1