বাইবেল অধ্যয়ন বজাত একটি ধারণা, এবং এ কাজ শত-শত যুবক। যুবতীকে একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য সুযােগ করে দেয়, যা অন্য কোনাে উপায় করা সম্ভব হত না। MYPBen 212.1
বাইবেল শৃঙ্খল মুক্ত। এটি প্রত্যেক লােকের ঘরে ঘরে বহন করে নেয়া যায়; এবং এর সত্য প্রত্যেক লােকের বিবেকে উপস্থাপন করা যায়। MYPBen 212.2
অনেকে আছেন যারা অভিজাত বিরয়ার লােকদের ন্যায় প্রতিদিন নিজেরা শাস্ত্র অসুন্ধান করবেন, যখন সত্য উপস্থাপন করা হয়; তখন তারা দেখে এটি ঠিক ঐ রূপ কি-না। খ্রীষ্ট বলেছেন, শাস্ত্র অনুসন্ধান করিয়া থাক, কেননা তােমরা মনে করিয়া থাকে উহাতে তােমাদের অনন্ত জীবন আছে; আর তাহা তাই বটে, যা আমার বিষয় সাক্ষ্য দেয়। বিশ্বের মুক্তিকর্তা যীশু, মানুষদের কেবল “শাস্ত্র পাঠ করতেই বলেন না, কিন্তু “শাস্ত্র অনুসন্ধান করতে বলেন।” এটি একটি মহৎ এবং গুরুত্বপূর্ণ কাজ এবং এটি আমাদের কাছে অর্পন করা হয়েছে এবং এটা করে আমরা ভীষণভাবে উপকৃত হব; কেননা খ্রীষ্টের আদেশের আজ্ঞাবহতা অপুরস্কৃত থাকবে না। তিনি তাঁর অনুগ্রহের বিশেষ চিহ্ন দ্বারা তাঁর বাক্যে প্রকাশিত জ্যোতি অনুসরণ দ্বারা পুরস্কৃত করবেন। - “ Testimonies on Sabbath School Work ” pp. 29, 30. MYPBen 212.3