Go to full page →

ব্যবসায় MYPBen 213

প্রভু তার সেবায় বিজ্ঞ ব্যক্তি, বিভিন্ন কাজের যােগ্যতা সম্পন্ন লােক চান। ব্যবসায়ী লােকদের প্রয়ােজন, যারা সত্যের সর্বপ্রকার কার্যপরিচালনায় মহৎ নীতিমালা রচনা করবে। আর তাদের তালন্ত পূর্ণাঙ্গ অধ্যয়ন এবং প্রশিক্ষণ দ্বারা দোষশূন্য হবে। মানুষ যদি যে কোনাে কাজের লাইনে তাদের সুযােগের উন্নতি করতে চায় তাহলে তাদের সেই লােকদের মত জ্ঞানী এবং দক্ষ হতে হবে, যারা আমাদের বিশ্বে ঈশ্বরের রাজ্য গড়ে তুলতে তাদের দক্ষতা ব্যবহার করেছেন। আমরা দানিয়েলের বিষয় জানি যে, তার সমস্ত কাজ কারবারে, সূক্ষ্ম অনুসন্ধান করে যেতেন, একটু ভুলও খুঁজে পাওয়া যেত-না। প্রত্যেক ব্যবসায়ী ব্যক্তির যেমনটা হওয়া উচিৎ, তিনি তদ্রুপ এক ব্যক্তির নমুনা স্বরূপ ছিলেন। তার ইতিহাস দেখায় যে, তিনি তাই যে ব্যক্তি মগজ, এবং অস্থি এবং মাংসপেশী, হৃদয় এবং জীবন, ঈশ্বরের সেবায় উৎসর্গ করে একজন ব্যক্তি দ্বারা যা সম্পাদন হতে পারে ।—“ Christ’s Objects Lessons ” pp. 350,351. MYPBen 213.4