সুসমাচার পরিচর্যাকে খর্ব করার কোনাে সুযােগ নেই। নতুন কিছু করার উদ্যমকে এমনভাবে পরিচালনা করা যাবে না যেন তা বাক্যের পরিচর্যাকে ক্ষুদ্র বিষয় বলে দেখা হয়। এটি এমন নয়। পরিচর্যা কাজকে ক্ষুদ্র বিষয় বলে অগ্রাহ্য করার অর্থ খ্রীষ্টকে হেয় করা। সব কাজের সর্বোচ্চ কাজটি হল বিভিন্নভাবে প্রচার কাজ করা। আর তরুণদের সব সময় মনে রাখতে হবে। যে, এমন কোনাে কাজ নাই, যা সুসমাচারের পরিচর্যা কাজ থেকে বেশী আশীর্বাদস্বরূপ। MYPBen 215.1
আমাদের যুবকদের যেন পরিচর্যা কাজে প্রবেশ করতে বাধা প্রদান করা না হয়। আবেগােচ্ছল উজ্জ্বলতা উপস্থাপনে বিপদ রয়েছে, এর মাধ্যমে কোনাে কোনাে লােক ঈশ্বরের পথ থেকে দূরে চলে যায়। যারা সুসমাচার প্রচার কাজে আত্মনিয়ােগের জন্য হয়ত তাদেরকে প্রস্তুত করছে এমন কোনাে কোনাে লােককে ডাক্তারী লাইনে পড়াশুনা করতে উৎসাহ প্রদান করা হয়। প্রভু তাঁর দ্রাক্ষাক্ষেত্রে কাজের জন্য আরও লােকদের আহ্বান করেন। এভাবে বলা হয়েছে, “ঘাটি শক্তিশালী কর; পৃথিবীর প্রত্যেক দিকে বিশ্বস্ত প্রহরী নিযুক্ত কর।” “যুবকগণ, ঈশ্বর তােমাদের আহ্বান করছেন, তিনি যুবকদের সমুদয় সৈন্য দলকে আহ্বান করছেন, যাদের চিত্ত উদার এবং মন প্রসারিত এবং যাদের অন্তরে খ্রীষ্ট এবং সত্যের জন্য গভীর প্রেম রয়েছে। -“ Testimonies for the Church ” vol-6, p.411. MYPBen 215.2