Go to full page →

চরিত্র গঠনে সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক MYPBen 228

ঈশ্বর মানুষকে তার অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত নিয়ম বা আইনগুলাে ভঙ্গ করতে অনুমতি দেন না। কিন্তু মানুষ শয়তানের প্রলােভনের কাছে আত্মসমর্পনের মাধ্যমে অমিতাচারকে প্রশ্রয় দিয়ে তার সুউচ্চ নৈতিক অনুষদগুলাে জৈবিক আকাঙ্খা ও তীব্র ভাবাবেগের বিষয়ে পরিণত করেছে। এই অর্জন যখন প্রাধান্য বিস্তার করে, তখন মানুষ, যাকে স্বর্গীয় দূতদের চেয়ে। সামান্যই ছােট করে তৈরী করা হয়েছিল, নৈতিক অনুষদগুলােকে স্বর্গীয়। বিষয়গুলাে নিয়ে চর্চার জন্য সংবেদনশীল করে সৃষ্টি করা হয়েছিল, তা এখন শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার জন্য আত্মসমর্পন করেছে। যারা জৈবিক আকাঙ্খর বন্ধনে আবদ্ধ শয়তান তাদের সহজে করতে পারে। অমিতাচার বা অসংযমের মাধ্যমে কেউ কেউ নিজেকে হত্যা করে, আবার কেউ কেউ তাদের তিন ভাগের দুই ভাগ তাদের শারীরিক, মানসিক এবং নৈতিক শক্তিকে ধ্বংস করে এবং শত্রুর খেলার বস্তুতে পরিণত হয়। MYPBen 228.2

শয়তানের প্রতারণা সম্বন্ধে যাদের সুস্পষ্ট ধারণা আছে তারা অবশ্যই তাদের শারীরিক ক্ষুধাকে বিবেক এবং কারণ নির্ধারণ দ্বারা নিয়ন্ত্রেণে রাখবে। মনের উচ্চতম নৈতিক এবং বলিষ্ঠ শক্তিগুলাে বিশুদ্ধ খ্রীষ্টিয় চরিত্র গঠনের জন্য একান্ত প্রয়ােজন। আর এ জগতে মনের শক্তি অথবা দুর্বলতা দ্বারা জগতের জন্য, এবং আমাদের চূড়ান্ত পরিত্রাণের জন্য খুবই প্রয়ােজনীয় কিছু করার রয়েছে। আমাদের শারীরিক স্বভাবের মধ্যে যে অজ্ঞতা ঈশ্বরের আজ্ঞার বিরুদ্ধে বিস্তারলাভ করেছে তা দুঃখজনক। যে কোন ধরণের অমিতাচার অথবা অসংযম আমাদের ব্যক্তি সত্তা সম্পর্কিত আইনের লঙ্ঘন বা নিয়ম বিরুদ্ধ কাজ। মূঢ়তা হল বিরাজমান ভয়ানক একটি ব্যাপ্তি। পাপকে আকর্ষণীয় করতে শয়তান পাপের উপর আলােক ছুঁড়ে মারে, এবং সে খুবই আনন্দিত হয় যখন খ্রীষ্টিয় জগৎকে সে তাদের প্রাত্যহিক অভ্যাসগুলােকে পীড়নমূলক প্রথার মধ্যে আবদ্ধ করে রাখতে পারে, ঠিক পরজাতিয়রা বা পৌত্তলিকরা যেমন করে থাকে, আর জৈবিক ক্ষুধাকে তারা যখন তাদের পরিচালিত করতে সুযােগ করে দেয় তখন সে খুবই আনন্দিত হয়। MYPBen 229.1