Go to full page →

প্রার্থনার শক্তি-৭৮ MYPBen 241

মােশি পর্বতে ঈশ্বরের সঙ্গে বিস্ময়কর অট্টালিকার নমুনা দেখেছিলেন যা ছিল তাঁর প্রতাপের আবাসস্থল। মানব জাতির মঙ্গলের জন্য এটা হল ঈশ্বরের পর্বত- যােগাযােগের পবিত্র স্থান, যেখানে আমরা তাঁর গৌরবময় আদর্শ ধ্যান করতে পারি। এভাবে আমরা আমাদের চরিত্র গঠন করতে সমর্থ হব যেন আমাদের কাছে এই প্রতিজ্ঞা পূর্ণ হতে পারে, “আমি তাহাদের মধ্যে বসবাস করিব, আমি তাহাদের মধ্যে গমনাগমন করিব এবং আমি তাহাদের ঈশ্বর হইব, এবং তাহারা আমার প্রজা হইবে।” MYPBen 241.1

যখন আমরা দৈনন্দিন কর্মে ব্যস্ত থাকি, তখন প্রার্থনায় আত্ম উর্ধ্বে তুলে ধরা উচিৎ। এই সব নীরব আবেদন অনুগ্রহ সিংহাসনের সম্মুখে ধূপের ন্যায় উথিত হয়; এবং শত্রু হতবুদ্ধি হয়ে পড়ে। খ্রীষ্টিয়ান, যার অন্তঃকরণ এভাবে ঈশ্বরকে ধারণ করে, সে পরাভূত হতে পারে না। কোনাে মন্দ ক্ষমতা তার শান্তি ধ্বংস করতে পারে না। ঈশ্বরের বাক্যের সব প্রতিজ্ঞা, ঐশ্বরিক অনুগ্রহের সর্ব শক্তি; যিহােবার সকল তৎপরতা, তার মুক্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এভাবে হনােক ঈশ্বরের সহিত গমনাগমন করেছিলেন। আর, প্রতিটি সংকটে সুপ্রাপ্য সহায় ঈশ্বর তার সহবর্তি ছিলেন ।... MYPBen 241.2