Go to full page →

বিশ্বাস এবং প্রার্থনা-৮০ MYPBen 244

খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে, চরিত্রের প্রতিটি অভাব পূরণ করা যায়, প্রতিটি কলুষতা পবিত্র হতে পারে, প্রতিটি দোষ সংশােধিত হতে পারে, প্রতিটি পরমােকর্যের উন্নয়ন সাধিত হতে পারে। MYPBen 244.1

“তাতেই তােমার পূর্ণতা-লাভ।” MYPBen 244.2

প্রার্থনা এবং বিশ্বাস ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং এ দুটো একসঙ্গে আলােচনা করতে হবে। বিশ্বাসের প্রার্থনায় একটি ঐশ্বরিক বিজ্ঞান রয়েছে; এ একটি বিজ্ঞান যা প্রত্যেকে, যে জীবনে কৃতকার্য হতে চায়, তাকে বুঝাতে হবে । খ্রীষ্ট বলেন, “তােমরা প্রার্থনায় যাহা কিছু যাচঞা কর, বিশ্বাস করিও যে, সে সকল পাইয়াছ, তাহাতে তাহা পাইবে।” তিনি পরিষ্কারভাবে বলেন যে, আমাদের যাচঞা ঈশ্বরের ইচ্ছা মােতাবেক হতে হবে। তিনি আমাদের কাছে যে সব প্রতিজ্ঞা করেছেন, এবং আমরা যা কিছু পাব, তা তার ইচ্ছানুসারে ব্যবহৃত হতে হবে। শর্ত পূর্ণ হয়েছে, প্রতিজ্ঞা ব্যর্থহীন। MYPBen 244.3

পাপের ক্ষমার জন্য, পবিত্র আত্মার জন্য, খ্রীষ্টতুল্য একটি মানসিকতার জন্য, তার কাজ করার জন্য, জ্ঞান এবং শক্তির জন্য, তার প্রতিজ্ঞাকৃত যে কোন উপহারের জন্য আমরা যাচঞা করতে পারি; অতঃপর আমাদের বিশ্বাস করতে হবে যে, আমরা তা লাভ করব এবং আমরা তা লাভ করেছি এই বিশ্বাসে ঈশ্বরকে ধন্যবাদ ফিরিয়ে দিতে হবে। আশীর্বাদের পাবার প্রমাণের জন্য আমাদের এদিক সেদিক তাকাতে হবে না। উপহারটি প্রতিজ্ঞার মধ্যেই রয়েছে এবং আমরা নিশ্চিত হয়ে আমাদের কাজে যেতে পারি যে, ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন, তিনি তা সম্পন্ন করতে সমর্থ এবং ঐ উপহার যা আমরা ইতােমধ্যে লাভ করেছি, তা যখন অধিক প্রয়ােজন হবে, তখন তা উপলব্ধি। করব।- “ Education ” pp. 257, 258. MYPBen 244.4