Go to full page →

খ্রীষ্টের মধ্যস্ততাকারী কাজ MYPBen 245

অসৃষ্টের সঙ্গে সৃষ্টবস্তুর, অসীমের সঙ্গে সসীমের যােগাযােগের পরিকল্পনায় ঈশ্বরের প্রিয় পুত্রের কাজ, তাঁর নিজের পবিত্র ব্যক্তিত্বে, একটি বিষয় যা সারা জীবনের তরে আমাদের চিন্তারাশিকে কাজে নিযুক্ত করতে পারে। খ্রীষ্টের এই কাজ ছিল অন্যান্য পৃথিবীর লােকদের পবিত্রতা ও আনুগত্য নিশ্চিত করা, একইভাবে হারানাে ধ্বংসমুখ পৃথিবীকে রক্ষা করা। তিনি অবাধ্য লােকদের জন্য একটি উপায় করলেন যেন তারা ঈশ্বরের আজ্ঞাবহতায় ফিরে আসে, আর এই একই কাজ দ্বারা তিনি, যারা ইতােমধ্যে পবিত্র, তাদের চারিধারে একটি রক্ষাকবচ স্থাপন করলেন যেন তারা ভ্রষ্ট না হয়। MYPBen 245.2

আমরা উল্লাস করি যে, কতকগুলাে বিশ্ব যা কখনও পতীত হয় নি, এই পৃথিবীগুলাে, অনবরত আদমের পতিত পুত্রগণকে রক্ষা করার জন্য পরিত্রাণ কঙ্কনার জন্য যীশু খ্রীষ্টের প্রতি প্রশংসা করছে, এবং তাদের অবস্থান এবং পবিত্রতার চরিত্রে দৃঢ় থাকছে। যে বাহু মানব পরিবারকে ধ্বংস হতে উদ্ধার করেছিল, যে পতন শয়তান তার প্রলােভনের প্রতি মানব গােষ্ঠির মাধ্যমে এনেছিল, এ সেই বাহু যা পাপ হতে অন্য জগতের বসবাসকারীদের রক্ষা করেছিল। পিতা এবং পুত্র প্রত্যেকটি বিশ্বের অবিরত যত্ন নিয়েছেন এবং অবলম্বন হয়ে এসেছেন, আর এই তত্ত্বাবধান পতিত মানবের জন্য অবিরত চলছে। খ্রীষ্ট মানবের পক্ষে মধ্যস্ততাকারী হয়ে কাজ করছেন এবং তার মধ্যস্ততাকারী কাজের মাধ্যমে অদেখা বিশ্ব রক্ষা পাচ্ছে। এ সব কি যথেষ্ট এবং আমাদের চিন্তারাশি প্রয়ােগের জন্য এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবােধ জাগিয়ে তােলার জন্য যথেষ্ট নয়। MYPBen 245.3