Go to full page →

আভ্যন্তরিণ ধার্মিকতা MYPBen 30

আভ্যন্তরিণ ধার্মিকতা, অধার্মিকতা দ্বারাই প্রমাণিত হয়। যে ব্যক্তি অন্তরে ধার্মিক সে কঠিন হৃদয় এবং সমব্যথাহীন নয়, আর দিনের পর দিন সে খ্রীষ্টের প্রতিমূর্তিতে বৃদ্ধি লাভ করে, সে ক্রমাগতই শক্তি প্রাপ্ত হয়। যে ব্যক্তি সত্যে পবিত্ৰীকৃত হয়, সে আত্ম-নিয়ন্ত্রিত হবে, এবং যে পর্যন্ত না অনুগ্রহ মহিমায় হারিয়ে যাবে সে পর্যন্ত খ্রীষ্টের পদচিহ্ন অনুসরণ করবে। যে ধার্মিকতা দ্বারা আমরা সিদ্ধ হই, তা আরােপিত; যে ধার্মিকতা দ্বারা আমরা পবিত্ৰীকৃত হই, তা প্রদত্ত ধার্মিকতা। প্রথমটি আমাদের স্বর্গে প্রবেশের খেতাব বা উপাধি । আর দ্বিতীয়টি স্বর্গে যাবার যােগ্যতা বা উপযুক্ততা। -Review and Herald, January 4, 1895. MYPBen 30.1