Go to full page →

ঈশ্বরের ইচ্ছার জ্ঞান MYPBen 251

আমাদের পরিত্রাণ নির্ভর করে ঈশ্বরের ইচ্ছার বিষয়ে আমাদের জ্ঞানের উপর, যা তার বাক্যের অন্তর্ভুক্ত। কখনও সত্য জানতে এবং অনুসন্ধান থেকে বিরত থাকবে না। তােমার কর্তব্য তােমাকে জানতে হবে। তােমাকে জানতে হবে তুমি কিভাবে রক্ষা পাবে। আর ঈশ্বরের ইচ্ছা হল তুমি যেন জান তিনি। তােমাকে কি বলেছেন। কিন্তু তােমাকে বিশ্বাসের অনুশীলন করতে হবে। যেমন তুমি শাস্ত্র অনুসন্ধান কর; তােমাকে বিশ্বাস করতে হবে যে, ঈশ্বর আছেন, এবং যারা অত্যন্ত মনােযােগ সহকারে তার অনুসন্ধান করে তিনি তাদেরকে পুরস্কৃত করবেন। MYPBen 251.3

ও! তুমি এমনভাবে বাইবেল অনুসন্ধান কর মনে হবে যেন একটা হৃদয় আত্মিক আহারের জন্য ক্ষুধার্ত! একজন খানি আবিষ্কারক যেমন মাটির গভীরে সােনার অন্বেষণে খোঁড়ে, তুমিও তদ্রুপ ঈশ্বরের বাক্য অন্বেষণ কর। আশা ছেড়ে দিও না যাবৎ না তুমি ঈশ্বর এবং তােমার জন্য তাঁর ইচ্ছা জানতে 84751 -The Youth Inctructor; July 24, 1902. MYPBen 251.4