Go to full page →

স্বতন্ত্র দায়িত্ব-১০২ MYPBen 301

আমাদের স্বর্গীয় পিতা আমাদের যে দক্ষতা দিয়েছেন তার চেয়ে বেশি কিছু করার দাবি করেন না। তার দাসগণকে তাদের বহন ক্ষমতার চেয়ে অধিক বােঝা বহন করতে বলেন না। কারণ তিনি আমাদের গঠন জানেন, আমরা যে ধূলিমাত্র, ইহা তাঁহার স্মরণে আছে।” আমাদের কাছে যা দাবি করেন তা আমরা ঐশ্বরিক ক্ষমতার মাধ্যমে সম্পাদন করতে পারি । MYPBen 301.1

“আর যে কোনাে ব্যক্তিকে অধিক দত্ত হইয়াছে তাহার নিকট হইতে অধিক দাবি করা যাইবে।” আমাদের কাছে স্বতন্ত্রভাবে দাবি করা হবে আমাদের ক্ষমতার চেয়ে এক বিন্দু বেশি বা কম দাবি করা হবে না। প্রভু সেবার জন্য প্রত্যেক সম্ভাবনার সঠিক পরিমাপ করেন। অব্যবহৃত দক্ষতাগুলাের যেমন হিসাব নেবেন, ব্যবহৃত দক্ষতাগুলাের ড্রপ হিসাব নেবেন। আমরা আমাদের যে তালন্তগুলাের সঠিক ব্যবহার করতে পারতাম, ঈশ্বর সেগুলাের জন্য আমাদের দায়ী করবেন। আমাদের যা করা উচিৎ ছিল, কিন্তু আমরা যা সম্পাদন করতে পারি নি কেননা আমাদের ক্ষমতা ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করিনি-সেই ভাবে আমাদের বিচার করা হবে । এমন কি যদি আমরা আমাদের জীবন না হারাই তবুও, আমরা অন্তিমে আমাদের অব্যবহৃত তালন্তগুলাের পরিণাম উপলব্ধি করতে হবে। কেননা সব জ্ঞান এবং দক্ষতা যা আমরা লাভ করতে পারতাম কিন্তু করিনি, সেটি একটি চিরস্থায়ী লােকসান বা ক্ষতি বলে ধরা হবে। MYPBen 301.2

কিন্তু আমরা যখন আমাদেরকে ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করি, এবং আমাদের কাজে তাঁর নির্দেশ অনুসরণ করি, তখন তিনি কাজ সম্পাদনের জন্য নিজে দায়িত্ব নেন। আমাদের বিশ্বস্ততার কর্ম প্রচেষ্টার সাফল্যের বিষয় অনুমান করেন না। আমরা একবারও আমাদের ব্যর্থতার কথা চিন্তা করব না MYPBen 301.3

আমাদের নিজেদের দুর্বলতা এবং অদক্ষতার বিষয়ে কথা বলা উচিৎ । এটি দ্বারা ঈশ্বরকে অবিশ্বাস করা হয়, এতে তার কথা অসত্য বলে বিবেচনা করা হয়। আমরা যখন আমাদের বােঝা নিয়ে বচসা করি, অথবা তিনি আমাদের যে দায়িত্ব দিয়েছেন তা বহন করতে অস্বীকার করি, আমরা প্রকৃত পক্ষে বলি যে, তিনি একজন নিষ্ঠুর প্রভু কারণ, যে তিনি যা আমাদের যা করার শক্তি দেননি তাই করতে বলেন। - “Christ Object Lesson, pp. 362, 363. MYPBen 301.4