Go to full page →

দক্ষতার মান সমূহ—৭ MYPBen 35

যুবক-যুবতিদের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত রয়েছে। যারা এই বর্ধিত আলাে এবং জ্ঞানের এই যুগে বসবাস করছে, ঈশ্বর সে সব যুবকযুবতিদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করেন। তিনি তাদের কাছে। প্রত্যাশা করেন যেন তারা এই জ্যোতি এবং জ্ঞান অন্যদের প্রদান করে। অনেকের মন মেঘাচ্ছন্ন করে রাখা ভুল এবং কু-সংস্কার দূর করার জন্য তিনি তাদের ব্যবহার করতে চান। তাদের জ্ঞান ও অভিজ্ঞতার প্রতিটি বিন্দু ও মাত্রা। একত্রিত করতে হবে। তাদের দেয়া সুযােগ এবং সুবিধার জন্য ঈশ্বর তাদেরকে দায়ী করবেন। তাদের একান্ত প্রচেষ্টার জন্য তাদের সামনে কাজের দায়িত্ব অপেক্ষা করছে, যেন তা সময়ের দাবি অনুসারে সূক্ষ্মভাবে চালিয়ে নেয়া যেতে পারে। MYPBen 35.1

যুবক-যুবতিরা যদি তাদের মন এবং অন্তঃকরণ ঈশ্বরের সেবায় উৎসর্গ করে, তবে তারা দক্ষতা এবং কার্যকারীতার উচ্চ লক্ষ্যে পৌছতে পারবে। এ হল সেই বৈশিষ্ট্য যা, প্রভু চান যেন যুবক-যুবতিরা তা অর্জন করতে পারে। এর চেয়ে কম সম্পাদন করার অর্থ ঈশ্বরের দেওয়া সুবর্ণ সুযােগের সদ্ব্যবহার অস্বীকার করা। এটি হবে ঈশ্বরের বিরুদ্ধে বিশ্বাস ঘাতকতা করা, উত্তম মানব হবার কাজে ব্যর্থতা। MYPBen 35.2