আত্ম-অস্বীকার শিক্ষা করুন, এবং সন্তানদের তা শিক্ষা দিন। আত্মঅস্বীকার দ্বারা এখন যা মঙ্গল করা যায়, এখনই করা প্রয়ােজন। অন্যের দুঃখ লাঘব করতে হবে, উলঙ্গকে বস্ত্র দিতে হবে ক্ষুধার্তকে খাবার দিতে হবে, যারা সত্য জানে না তাদের কাছে সত্যের বার্তা বলতে হবে। ... MYPBen 306.2
আমরা খ্রীষ্টের সাক্ষী, আর ঈশ্বর আমাদের সর্বাধিক গুরুত্ব দিয়ে যা করতে বলেছেন তা করার ক্ষেত্রে আমাদেরকে পার্থিব স্বার্থ যেন আমাদের সময় এবং মনােযােগ শােষণ না করে। সর্বোচ্চ আগ্রহ ঝুঁকিপূর্ণ। “তােমরা সর্ব প্রথম ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতার চেষ্টা কর।” খ্রীষ্ট পৃথিবীতে যে কাজ করতে এসেছিলেন তা করার জন্য তিনি তার সব কিছুই দিয়েছেন এবং তাঁর বাক্যও দিয়েছেন। “যে কেহ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে আপনাকে অস্বীকার করুক, এবং আপন কুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হউক।” “তা হলে তােমরা আমার শিষ্য হবে।” খ্রীষ্ট স্বেচ্ছায় এবং উৎফুল্ল হৃদয়ে ঈশ্বরের কাজ চালিয়ে নেবার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তিনি মরণ পর্যন্ত, এমন কি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হয়েছিলেন। আমরা কি আমাদেরকে অস্বীকার করা কষ্টকর মনে করব? আমরা কি তার দুঃখভােগের সহভাগী হতে পিছু পা হব? তার মৃত্যুতে মানব সত্ত্বার প্রতিটি শিরা-উপশিরা আলােড়িত করেছিল। তাঁর কাজের জন্য আমাদেরকে এবং আমাদের সব কিছু উৎসর্গ করার ইচ্ছা সৃষ্টি করে। আমাদের জন্য তিনি যা কিছু করেছেন, সে বিষয়ে যখন চিন্তা করি, আমাদের অন্তঃকরণ প্রেমে পূর্ণ হওয়া উচিৎ। MYPBen 306.3
যারা সত্য জানে, তারা যদি আত্ম-অস্বীকার অভ্যাস করে ঈশ্বরের বাক্যে যােগদান করে, তখন বার্তা দৃঢ় শক্তির সঙ্গে অগ্রসর হবে। আত্মাগণের পরিবর্তনের জন্য প্রভু আমাদের প্রার্থনা শুনবেন। ঈশ্বরের প্রজাগণ তাদের আলাে জ্বালাবে, এবং বিশ্বাসীবর্গ তাদের সৎ কার্য দেখে, আমাদের স্বর্গস্থ পিতার গৌরব করবে। -Review and Herald, December 1, 1910. MYPBen 307.1