Go to full page →

আত্মতুষ্টি—১০৫ MYPBen 308

আমি আমাদের লােকদের বাড়ি বাড়ি এবং আমাদের স্কুলগুলােতে ঘুরে ঘুরে দেখলাম যে, টেবিলের উপর যতটুকু জায়গা আছে, যাবতীয় জিনিসপত্র ও রান্নাঘরের তাকের উপরও মানুষের ছবি রয়েছে। ডান হাতে এবং বাম হাতে দেখা যাচ্ছে মানুষের মুখ। ঈশ্বর এসব জিনিষ-পত্রের পরিবর্তন চান। খ্রীষ্ট যদি এই পৃথিবীতে থাকতেন, তবে তিনি বলতেন, “এ সব জিনিষ এখান থেকে সরিয়ে ফেল।” আমাকে নির্দেশ দেয়া হয়েছে যেন, এই ছবিগুলাের কতগুলাে প্রতিমা তুল্য, এর পিছে অনেক সময় ব্যয় হয়েছে এবং যথেষ্ট চিন্তা করতে হয়েছে যা ঈশ্বরের কাছে উৎসর্গ করা যেত। MYPBen 308.1

এই ছবিগুলাের পিছে অনেক অর্থ ব্যয় হয়েছে। এগুলাে কি আমাদের জন্য সঙ্গতিপূর্ণ, ঈশ্বরের অর্থ ব্যয় করে আমাদের এবং বন্ধুদের মুখের ছবি তােলা কি এই সময়ে প্রয়ােজন ছিল? যে অর্থ কড়ি আমরা অপচয় করলাম এ সব কি ঈশ্বরের কাজে ব্যবহার করা যেত না? এই ছবিগুলাের পিছে যে অর্থ ব্যয় হয়, তা ঈশ্বরের সেবায় করা যায়, এবং এসব ছবি ঈশ্বরের বাক্য থেকে। আমাদের মন দূরে সরিয়ে নেয়। MYPBen 308.2