মানবিকতার পুনঃপ্রতিষ্ঠা ও নৈতিক অনুপ্রেরণা গৃহ থেকেই শুরু হয়। অন্যদের চেয়ে পিতামাতার কাজগুলােই ভিত্তিস্বরূপ হয়ে থাকে । সমাজ কতগুলাে পরিবার নিয়ে গঠিত হয়, এবং পরিবারের কর্তারা যেভাবে পরিবারগুলাে গঠন করে সমাজ সেভাবেই হয়ে থাকে। অন্তরের নিঃসরণ হল “জীবনের প্রকাশ”: আর সমাজ, মণ্ডলীর এবং জাতির অন্তর হল সংসার বা পরিবার-পরিজন। সমাজের কল্যাণ, মণ্ডলীর কৃতকার্যতা, জাতির সমৃদ্ধি পরিবারের প্রভাবের উপর নির্ভর করে
— “মিনিস্ট্রি অব হিলিং,” পৃষ্ঠা ৩৪৯।