Go to full page →

প্রাত্যহিক কর্তব্যসমূহ MYPBen 321

প্রতিদিনের কর্তব্য হিসেবে যুবক-যুবতিদের জন্য প্রভু কর্তৃক যে কর্তব্যগুলাে চিহ্নিত করে দেওয়া হয়েছে তা যদি সন্তানদের বিনম্রভাবে শ্রদ্ধা করতে শিক্ষা দেওয়া হত, ঠিক স্কুলে যেমন তারা বিশ্বস্ত এবং দক্ষ সেবা দানের প্রশিক্ষণ পায়, তাহলে তাদের কাজগুলাে কত আনন্দদায়ক ও সম্মানীয়রূপে প্রতিভাত হত । ঈশ্বরের জন্য প্রতিটি কর্তব্য সম্পাদন করতে নিরভিমান কর্মী নিয়ােগকে ঘিরে একটি মনােরম পরিবেশ তৈরি করুন, এবং সেই কাজে এ জগতে পবিত্র ব্যক্তিদের কর্মী হিসেবে যুক্ত করুন যারা স্বর্গের ঈশ্বরের ইচ্ছা পালন করবে। MYPBen 321.2

আর আমাদের কর্মস্থলে যতটা সম্ভব বিশ্বস্ততা সহকারে আমাদের কর্তব্যগুলাে পালন করা উচিৎ ঠিক যেমন স্বর্গ দূতেরা স্বর্গীয় পরিবেশে তাদের কর্তব্যগুলাে পালন করে থাকে। যারা মনে করে যে তারা ঈশ্বরের দাস, তারা এমন মানুষ হবে যাদের যে কোন স্থানে বিশ্বাস করা যায়। স্বর্গীয় নাগরিকরা পৃথিবীরও সর্বোত্তম নাগরিক হবে। ঈশ্বরের প্রতি আমাদের কর্তব্যের সঠিক দৃষ্টিভঙ্গি আমাদের সহমানবের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে সাহায্য করে থাকে। MYPBen 321.3