Go to full page →

পর্ব ১২ - পােশাক ও অলংকার MYPBen 335

পােশাকের ধরণ দ্বারা একজন ব্যক্তির চরিত্র বিচার করা হয়। সাধারণ ও উপযুক্ত পােশাক মনােনয়নের মধ্যে একজন ব্যক্তির পরিশােধিত রুচি ও পরিমার্জিত মনের পরিচয় পাওয়া যায়। একজন যুবতির নিরলংকার পােশাকের সঙ্গে যখন নম্র আচরণ যুক্ত হয়, তখন তা তার চার পাশে পবিত্র আবহ সৃষ্টি করে যা তাকে হাজার সমূহ বিপদ থেকে রক্ষা করার জন্য বর্ম হিসেবে কাজ করে। — “এডুকেশন,” পৃষ্ঠা ২৪৮ MYPBen 336.1