Go to full page →

উপযুক্ত পোশাক —১১৯ MYPBen 343

পােশাকের ব্যাপারে বাইবেল শালীনতা শিক্ষা দেয়। সেই প্রকারে নারীগণও সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিগকে ভূষিত করুক।” ১ তীমথিয় ২:৯। এই নিষেধাজ্ঞাগুলাে পােশাকের ব্যাপারে, জমকালাে বা রুচিহীনভাবে বর্ণিল চাকচিক্যের ব্যাপারে, এবং অতি প্রাচুর্যময় গহনা বা অলঙ্কার পরিধানের ব্যাপারে দেওয়া হয়েছে। উদ্ভাবনকৃত যে কোনাে নকশা যা পরিধানকারীকে আকর্ষণীয় করে অথবা অতি সন্তুষ্টি জন্মায় তা সেই সমস্ত রুচিশীল পােশাক বহির্ভূত যা ঈশ্বরের জগৎকে নির্দেশ দেওয়া হয়েছে। MYPBen 343.1