Go to full page →

পোশাকের মধ্যে আড়ম্বরহীনতা — ১২১ MYPBen 346

“যাদের মধ্যে ঈশ্বর ভক্তি আছে, তাদের ভক্তি শুধু বাহ্যিকভাবে চুলের বিনুনির মাধ্যমে, এবং স্বর্ণালংঙ্কার পরিধানের মাধ্যমে অথবা পােশাকপরিচ্ছদের মাধ্যমে না হউক, বরং তা অন্তরের লুক্কায়িত মানুষটির মাধ্যমে হউক, আর তা হলে তা কলুষিত হবে না এমন কি একজন বিনম্র এবং শান্ত ব্যক্তির অলঙ্কারেও, আর তিনি হবে ঈশ্বরের দৃষ্টিতে মহা মূল্যবান ব্যক্তি।” MYPBen 346.1

মানুষ যুক্তির মাধ্যমে চিরদিন ঈশ্বরের বাক্যের সরাসরি নির্দেশকে কৌশলে অথবা সাধারণভাবে পাশে ফেলে রাখার সুযােগ অন্বেষণ করে। প্রতিটি যুগে যারা নিজেদের খ্রীষ্টের অনুসারী বলে দাবী করে তাদের মধ্যে অধিকাংশই ঐ সমস্ত নৈতিক উপদেশগুলাের প্রতি নিরুৎসাহ দেখিয়েছে, যার সঙ্গে আত্মত্যাগ এবং বিনম্রতা যুক্ত আছে, যা কথাবার্তায়, চালচলনে এবং পােশাক-পরিচছদের মধ্যে বিনম্রতা এবং সরলতা দাবী করে। ফলাফল চিরদিন একই থেকেছে,সুসমাচারের শিক্ষা থেকে বিদায় মানে জমকালাে পােশাকের দিকে, প্রচলিত প্রথার দিকে এবং জগতের নীতিমালার দিকে ধাবিত হওয়া। অপরিহার্য ঈশ্বর ভক্তি একটি মৃত আনুষ্ঠানিকতাকে স্থান করে দেয়। ঈশ্বরের উপস্থিতি এবং শক্তি ঐ সমস্ত জগৎ-প্রেমের পরিধিগুলাে অপসারিত করে, যা এক শ্রেণির বিনম্র আরাধনাকারীদের মধ্যে লক্ষ করা যায়, যারা পবিত্র বাক্যের শিক্ষার প্রতি বাধ্য থাকতে ইচ্ছুক। প্রজন্মের পর প্রজন্ম ব্যাপি এই ধারাটি অনুসরণ করে আসা হয়েছে। একের পর এক ভিন্ন ভিন্ন ধর্ম-গােষ্ঠীর আবির্ভাব ঘটেছে এবং তাদের আড়ম্বরহীনতার কারণে, দেখা গেছে তাদের প্রাথমিক শক্তির একটি বিশাল অংশ বিলুপ্ত হয়েছে। MYPBen 346.2