Go to full page →

পোশাকের প্রতি অতি ভক্তি —১২২ MYPBen 350

পােশাকের প্রতি অতি ভক্তি হল একটি নৈতিক অসুস্থতা। নতুন । জীবনে এই বিষয়টিকে কোনাে ভাবেই উপেক্ষা করতে নেই। অধিকাংশ ক্ষেত্রে, সুসমাচারের প্রতি আত্মসমর্পণের ক্ষেত্রে আবশ্যকীয় বিষয়গুলাের মধ্যে। পােশাকের ব্যাপারে পরিবর্তিত হওয়ার একটি স্থির সিদ্ধান্ত দাবী করে। MYPBen 350.1

পােশাকের ব্যাপারে কোনাে ধরণের অসতর্কতা থাকা উচিৎ নয়। খ্রীষ্টের জন্য, আমরা যারা সাক্ষ্যবহন করি, আমাদের উচিৎ আমাদের বেশভূষণ । যাতে সর্বোত্তম হয় সে ব্যাপারে সচেষ্ট হওয়া। তাম্বু দ্বারা তৈরি ধর্মধামে সেবা। কার্যে ঈশ্বরের সম্মুখে যারা পরিচর্যার বা যাজকের কাজ করবেন তাদের। পােশাকের প্রত্যেকটি বিষয় ঈশ্বর সনির্দিষ্ট করে দিয়েছিলেন। সুতরাং আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে, যারা তার সেবা করবে তাদের পােশাকের ব্যাপারে তার একটি অভিরুচি রয়েছে। হারণের যাজকীয় পােশাকের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ তার পােশাক ছিল প্রতীকী। একইভাবে খ্রীষ্টের। অনুসারীদেরও প্রতীকী পােশাক থাকা উচিৎ। সমস্ত কিছুতেই আমাদের তার। প্রতিনিধি হতে হবে। সমস্ত দিক থেকে আমাদের আত্মপ্রকাশ হতে হবে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নম্রতা এবং পবিত্রতা দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত। তবে শুধু ফ্যাশানের জন্য ঈশ্বরের বাক্য আমাদের পােশাকের পরিবর্তন করাকে অনুমােদন করেনি, যার দ্বারা আমরা জাগতিকরূপে উপস্থাপিত হই। খ্রীষ্টিয়ানদের তাদের নিজেদের কোন মূল্যবান পােশাকে অথবা দামী গহণা দ্বারা। সজ্জিত করা উচিৎ নয়। MYPBen 350.2

বাইবেলে পােশাক সম্পর্কিত বাক্যগুলােকে অত্যন্ত যত্নের সঙ্গে। বিবেচনা করতে হবে। আমাদের বুঝতে হবে যে স্বর্গের প্রভু আমাদের শরীরের, এমন কি পােশাকের ব্যাপারে, কোন ধরণের পােশাকের প্রশংসা করেন। যারা আন্তরিকতার সঙ্গে খ্রীষ্টের অনুগ্রহের অন্বেষন করেন তারা ঈশ্বর কর্তৃক প্রদত্ত মূল্যবান নির্দেশমালার প্রতি মনােযােগী হবেন। এমন কি পােশাকের ধরণও সুসমাচারের সত্য প্রকাশ করবে। --Testimonies for the Christ, Vol6, p-96. MYPBen 350.3