Go to full page →

জগৎকে অনুসরণ MYPBen 351

আমাদের সম্মুখে জগতের ফ্যাশান সংশ্লিষ্ট মনােবল হরণকারী চিত্র রেখে, জগতের পথে চলে কে নিজেকে খ্রীষ্টের অনুসারী বলে দাবী করতে সাহস পাবে? এইগুলাে অবলম্বন করে আমরা কি এই ধরণের চিত্তহরণকারী ফ্যাশানের কাছে নিজেদের হাজির করব? অনেকেই জগতের ফ্যাশান আয়ত্ব করে, এর কারণ তাদের অন্তরে খ্রীষ্টের কোনাে চিহ্ন নেই, গৌরবের কোনাে আশা নেই। জাঁকজমকপূর্ণ জীবন যাপন, জমকালাে পােশাক এমন একটা পর্যায় পৌছায় যা শেষকালিন চিহ্নাবলির একটিকে প্রকাশ করে। MYPBen 351.3

গর্ব এবং অহংকার সর্ব স্থানে প্রকাশ পায়; কিন্তু যারা নিজেদের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকানাের জন্য আয়নার দিকে তাকাতে সচেষ্ট হয় তারা মহান নৈতিক আয়না, ঈশ্বরের আজ্ঞার দিকে তাকাতে খুব কমই আগ্রহী হয় । পােশাকের এই পৌত্তলিকতা চরিত্রের মধ্যে যা কিছু নম্র, ধৈর্যশীল এবং সুন্দর সেগুলােকে ধ্বংস করে। যে মূল্যবান সময়গুলাে হৃদয় অনুসন্ধানে ধ্যান করার জন্য, এবং প্রার্থনাসহকারে ঈশ্বরের বাক্য অধ্যয়নে ব্যবহার করা যেত এটি সেই সময়গুলাে গ্রাস করে নিঃশেষ করে দেয়। আমাদের শিক্ষার জন্য ঈশ্বরের বাক্যে প্রেরণাদায়ক শিক্ষা যুক্ত করা আছে...। MYPBen 351.4

যে অর্থ দয়া ও বদান্যতার কাজে নিয়ােগ করা যেত সেই অর্থ পােশাকের প্রতি গভীর অনুরাগের মত অসংযম আচরণে খরচ করার জন্য নিয়ে নেয়া হয় যা ঈশ্বরকে ডাকাতি ছাড়া আর কিছুই নয়। আমাদের অর্থ আমাদের অহঙ্কার চরিতার্থের জন্য এবং জাহির করার জন্য আমাদের দেওয়া হয় নি। আমাদের বিজ্ঞ ধনাধ্যক্ষ হতে হবে, এবং বস্ত্রহীনকে বস্ত্র দান করতে হবে, ক্ষুধার্তকে খাবার দিতে হবে, এবং আমাদের অর্থ ঈশ্বরের কাজ এগিয়ে নিয়ে যাবার জন্য দান করতে হবে। আমরা যদি সৌন্দর্যে বিভূষিত হতে চাই, বিতা, মানবিকতা, মিতাচারীতা, এবং পরিণামদর্শিতার অনুগ্রহণ প্রতিটি ব্যক্তির জন্য, এবং জীবনের প্রতিটি অবস্থায় ও পর্যায়ে অনুসরণ করতে হবে। MYPBen 352.1

অনুশাসন মেনে এবং অসংযমী ক্ষতিকর আমােদপ্রমােদে লিপ্ত অবস্থার নিদর্শনকে ও অধঃপতিত এই যুগকে বরদাস্ত না-করে উদাহরণ স্বরূপ আমরা কি বিশ্বস্ত প্রহরী হিসেবে আমাদের অবস্থান গ্রহণ করব না? আমরা কি আমাদের যুবক-যুবতিদের কাছে সঠিক নিদর্শনটি তুলে ধরব না যে আমরা যা কিছু খাই অথবা পান করি, অথবা আমরা যা কিছুই করি না কেন সকলই ঈশ্বরের গৌরবার্থে করি? — Review and Herald, Decmber 12, 1912. MYPBen 352.2