তরুণ তরুণিদের দৃঢ় নীতিমালা দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে, যেন ঈশ্বর তাদের যে শক্তি দিয়েছেন তা তারা সঠিকভাবে ব্যবহার করতে পারে। কিন্তু যুবক-যুবতিরা এত অধিক এবং এত অন্ধভাবে আবেগের বশবর্তী হয়ে চলে, নীতি বিবর্জিত ভাবে চলে, যে তারা অবিরত বিপদের মধ্যেই থাকে। যেহেতু তারা সব সময়ে পিতামাতা এবং অভিভাবকের পরিচালনার মধ্যে থাকতে পারে না তাদের আত্মনির্ভরশীলতা এবং আত্ম নিয়ন্ত্রণ শিক্ষা করতে হবে। তাদের বিবেক-বুদ্ধিসম্পন্ন নীতি দ্বারা চিন্তা করতে এবং কাজ করতে শিখতে হবে। MYPBen 371.1