সামাজিক সম্পর্কের জন্য মিলিত হওন উচ্চ পর্যায়ে লাভজনক এবং শিক্ষামূলক, যখন তারা একসঙ্গে মিলিত হয়; ঈশ্বরের প্রেম তাদের অন্তরে প্রজ্জ্বলিত হয়; তখন ঈশ্বরের বাক্যের চিন্তার বিনিময় হয়। অথবা তাদের সহমানবের মঙ্গল কামনায় তার কাজের অগ্রসর পদ্ধতি বিবেচনা করে । যখন পবিত্র আত্মাকে এই সম্মেলনে স্বাগত অতিথি স্বরূপ বিবেচনা করা হয়; যখন তাঁকে দুঃখ দেবার জন্য কিছুই করা না হয় তখন ঈশ্বর সমাদৃত হন, এবং যারা একসঙ্গে মিলিত হন তখন সঞ্জীবিত হন এবং শক্তিমন্ত হন। MYPBen 379.1
কিন্তু বিভিন্ন প্রকারের সামাজিক সম্মেলন রয়েছে, যেখানে গর্বিত মূর্তি, আনন্দ, উল্লাস এবং তুচ্ছ বিষয় প্রায় দেখা যায়। আমােদ উল্লাসে তাদের বাসনায় যারা সমবেত হয় তারা ঈশ্বরকে ভুলে যাবার বিপদের আশঙ্কায় থাকে এবং যা ঘটে, তাতে প্রহরারত দূতগণ অশ্রুপাত করেন। আমাদের দৃশ্য কিছু সময়ের জন্য তাদের কাছে স্বর্গ বলে বিবেচিত হয়। সকলেই আনন্দ ফুর্তি ও উল্লাসে মত্ত হয়। সমুদয় চোখ জ্বল জ্বল করে, গলা আকস্মিক আবেগে সঞ্চারিত হয়, কিন্তু বিবেক সুপ্ত থাকে। MYPBen 379.2