খীষ্টের উদাহরণগুলাে আমাদের দেখায় যে শয়তানের সমস্ত আক্রমণকে প্রতি নিয়ত প্রতিরােধ কারার মধ্যেই আমাদের বিজয়ের আশা নিহিত রয়েছে। যিনি প্রলােভনের দ্বন্দ্বের ব্যাপারে আত্মার শত্রুর উপর বিজয় অর্জন করেছেন তিনি মানব গােষ্ঠীর বিরুদ্ধে শয়তানের ক্ষমতা সম্পর্কে জানেন, আর তিনি আমাদের পক্ষে তাকে পরাজিত করেছেন। বিজয়ী হিসেবে, তিনি তার বিজয়কে সুযােগ হিসেবে আমাদের দিয়েছেন, যাতে আমরা আমাদের সময় দুর্বলতা, আমাদের সমস্ত মূল্যহীনতাকে একত্রিত করে তার শক্তি ও ক্ষমতায় পরিণত করে শয়তানের প্রলোভনগুলোকে আমাদের প্রচেষ্টায় প্রতিরােধ করতে পারি। আর এভাবে আমরা তার প্রবল সহ্য ক্ষমতার মাধ্যমে প্রলােভনের শক্তির বিরুদ্ধে টিকে থাকতে পারি, আমরা তাঁর সর্বময় ক্ষমতাসম্পন্ন নামের মাধ্যমে সেগুলাে প্রতিরােধ করতে পারি, এবং তিনি যেভাবে বিজয়ী হয়েছেন সেভাবে আমরাও বিজয় অর্জন করতে পারি। দ্যা সাইন্স অব দ্যা টাইমস, মার্চ ৪, ১৮৮০।