Go to full page →

গ্রহণযােগ্য সামাজিক মেলামেশা MYPBen 382

আত্মাগণকে খ্রীষ্টের নিকট একত্রিত করার উদ্দেশ্যে প্রতিটি তালন্ত মার্জিতভাবে লালন এবং ব্যবহার করতে হবে। তরুণ তরুণীদেরকে এমন চিন্তা করা উচিৎ না যে, তাদের খেলাধুলা, সান্ধ্যকালীন পার্টি এবং গানবাজনার আমােদ প্রমােদ স্বাভাবিক ভাবে যেমন পরিচালিত হয় তা, খ্রীষ্টের কাছে গ্রহণযােগ্য। আমাকে বার বার আলাে প্রদান করা হয়েছে, যে আমাদের সর্বপ্রকার মেলামেশা একটি নিশ্চিত ধর্মীয় প্রভাব দ্বারা মানানসই করতে হবে । যদি আমাদের যুবক-যুবতিরা শাস্ত্রকলাপ বুঝবার জন্য এক স্থানে একত্রিত হয় এবং জিজ্ঞাসা করে, “অনন্ত জীবন পাইবার জন্য আমাকে কি করিতে হইবে?” এবং অতঃপর তাদেরকে সম্মিলিত ভাবে সত্যের পার্শ্বে স্থাপন করে তাহলে প্রভু যীশু তাদের হৃদয়ে আশীর্বাদ বর্ষণ করবেন। MYPBen 382.2

হ্যা আমাদের প্রতিষ্ঠানের, মণ্ডলীর প্রত্যেক সভ্য সভ্যার উপলব্ধি করতে হবে যে, এই জীবন একটি বিদ্যালয় যেখানে স্বর্গের ঈশ্বর পরীক্ষার জন্য প্রস্তুত করছেন; এবং পবিত্রতার পবিত্র চিন্তাধারা নিঃস্বার্থ কাজের দিকে পরিচালিত করেছেন! প্রত্যেকটি বাক্য এবং কাজ প্রতিটি চিন্তা স্বর্গের পুস্তকে লিপিবদ্ধ আছে।... MYPBen 382.3

সত্যের সাক্ষী এবং সাফল্যের মাধ্যমে আমাদের পবিত্ৰীকৃত এবং জগতে যে মান স্থাপন করা হয়েছে তার প্রকৃত মূল্যের নিকটে উচ্চিকৃত হতে হবে। একমাত্র তার বাক্যের প্রতি অতীব সতর্কতার মাধ্যমে প্রভুর পথ শিক্ষা করা যায়। বাক্য অধ্যয়ন করুন। Youth Instructor, February 14, 1906. MYPBen 383.1