Go to full page →

ঈশ্বরের উদার আমন্ত্রণ MYPBen 400

প্রত্যেক যুবক-যুবতির কাছে ঈশ্বরের নিমন্ত্রণ, “আমার পুত্র, তােমার। হৃদয় আমাকে দেও; আমি তা পবিত্র রাখব; আমি প্রকৃত সুখ দ্বারা হৃদয়ের ইচ্ছা পূরণ করব।” ঈশ্বর যুবক-যুবতিদের সুখে রাখতে চান, আর এই কারণ তিনি চান যেন তারা তাদের হৃদয় তার রক্ষাণাবেক্ষণে রাখে, যেন ঈশ্বর দত্ত সব শক্তি ও ক্ষমতা বলিষ্ঠ স্বাস্থ্যবান অবস্থায় সুরক্ষিত থাকে। তারা ঈশ্বরের জীবন রূপ দান ধরে আছে। তিনি হৃদস্পন্দন পরিচালনা করেন, মানসিক শক্তিকে আরও শক্তিমন্ত করেন। প্রকৃত আনন্দ ঈশ্বরের একটি বরেরও অধঃপতন ঘটাবে না। যখন আমরা এমন সব আনন্দ অন্বেষণ করি যা ঈশ্বর হতে আমাদের ভালােবাসা পৃথক করে তখন আমরা আমাদের নিজেদের দেহের বিরুদ্ধে পাপ করি এবং ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি। যুবক-যুবতিদের বিবেচনা করতে হবে যে, পৃথিবীতে তাদের পরীক্ষার উদ্দেশ্যে রাখা হয়েছে, কারণ দূতগণের সঙ্গে বসবাস করার জন্য তাদের চরিত্র উপযুক্ত কিনা। MYPBen 400.2

যখন তােমার সঙ্গী-সাথীগণ তােমাকে কুঅভ্যাস এবং বােকামীর পথে চলার জন্য অনুরোধ করে, এবং ঈশ্বরকে ভুলে যাবার এবং ঈশ্বর তােমাকে যে দক্ষতা প্রদান করেছেন তা নষ্ট করার জন্য প্রলােভন দেখায়, এবং তােমার প্রকৃতিতে যা মহৎ বিষয় তা দমন করে তা প্রতিরােধ কর। মনে রাখ যে, তুমি প্রভুর সম্পদ, ঈশ্ব-পুত্রের দুঃখ ভােগ আর্তস্বরের মূল্য দ্বারা ক্রিত হয়েছ। ... MYPBen 400.3

ঈশ্বর তােমার সেবা দাবী করেন। তিনি তােমাকে প্রেম করেন। যদি তুমি তার প্রেমের প্রতি সন্দেহ কর, তবে ক্রুশের দিকে তাকাও। ক্রুশ হতে যে আলাে প্রতিবিম্বিত হয়, তা তােমাকে ঐ প্রেমের বিশালত্ব উপলব্ধি করাবে, যা কোনাে জিহ্বা প্রকাশ করতে পারে না। “যে আমাকে প্রেম করে, সে আমার আজ্ঞা সকল পালন করে।” মনােযােগ সহকারে অধ্যয়ন করতে হবে যেন আমরা তাঁর আজ্ঞা সকলের সঙ্গে পরিচিত হতে পারি এবং পরে আমরা দেখাতে পারি যে, আমরা তাঁর বাধ্য পুত্র এবং কন্যা। MYPBen 401.1