Go to full page →

আস্থাভাজন ও বিশ্বস্ত MYPBen 407

যুবক ও যুবতিরা, তােমরা আস্থাভাজন ও বিশ্বস্ত হবে কি হবে না, প্রস্তুত থাকবে কি থাকবে না এবং সমস্ত পরিস্থিতিতে তােমরা সত্যের পক্ষে দৃঢ়সংকল্প হবে কি হবে না, এটি তােমাদের উপরে নির্ভর করে। সঠিক অভ্যাসে তােমরা কি গড়ে উঠতে চাও? তাহলে যারা নৈতিকতায় সুস্থ, এবং যাদের লক্ষ্য ও ঝোক মঙ্গলের দিকে তাদের সহচরী হওয়ার চেষ্টা কর। মূল্যবান আবেক্ষণকাল নিশ্চিত করবে যে তুমি তােমরা চরিত্র থেকে প্রত্যেকটি ত্রুটি দূর করতে পারবে, এবং তুমি এটি করতে সচেষ্ট হবে, তুমি যে শুধু ভবিষ্যৎ জীবনই অর্জন করতে পারবে তাই নয়, বরং এতে তুমি এ জগতেও হিতকর হয়ে উঠবে। একটি উত্তম চরিত্র সােনা ও রূপার চেয়েও মূল্যবান। এটি নিয়ন্ত্রণহীন আতঙ্ক অথবা ব্যর্থতার দ্বারা অনাক্রান্ত, এবং যে দিন সমস্ত জাগতিক বিষয়সম্পত্তি ভেসে যাবে সেই দিন এটি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সততা, দৃঢ়তা এবং অধ্যাবসায়, এগুলাে এমন সব গুণাবলী যা সকলের উচিৎ আন্তরিকভাবে এগুলাের বিকাশ সাধন করা; কারণ যে এগুলাের অধিকারী। এগুলাে তাকে এমন পরিচ্ছদ পরিধান করায় যা অপ্রতিরােধ্য,—এগুলাে এমন এক ক্ষমতা দান করে যা তাকে মঙ্গলজনক কাজ করতে দৃঢ়তা দান করে, মন্দতাকে প্রতিরােধ করতে বলবান করে তােলে, এবং দুর্দশাকে সহ্য করতে শক্তি যােগায় । MYPBen 407.2

সত্যকে ভালােবাসা, এবং ঈশ্বরকে গৌরবান্বিত করার একটি দায়িত্বশীল অনুভূতি, এগুলাে হল বুদ্ধিমত্তা বৃদ্ধির জন্য সমস্ত প্রকার উদ্দীপনার মধ্যে সবচেয়ে শক্তিশালী উদ্দীপনা। কাজের প্রতি এই প্রণােদনা পেয়ে ছাত্রছাত্রীরা এক একজন হেলাফেলাকারী ব্যক্তিতে পরিণত হতে পারে না। সে সব সময় আন্তরিক থাকবে। সে এমনভাবে তার পড়াশুনা করবে যেন সে ঈশ্বরের চোখের সম্মুখে বসে পড়াশুনা করছে, সে এও জানবে যে তার পড়াশুনা কাজের সব কিছুই স্বর্গে নথিভুক্ত হচ্ছে। সে হবে মহানুভব, উদার, দয়ালু, ভদ্র, খ্রীষ্টের মত দক্ষ। তার মন ও অন্তর ঈশ্বরের ইচ্ছানুসারে একই ঐক্যে কাজ করবে।—“কাউন্সেলস্ টু টিচার্স, প্যারেন্টস, অ্যান্ড স্টুডেন্টস্, পৃষ্ঠা ২২০২২৬। MYPBen 407.3