অন্যদের সঙ্গে তােমার সম্পর্কের ক্ষেত্রে, তুমি নিজেকে তাদের স্থানে রাখ। তাদের আবেগ অনুভূতিগুলাের মধ্যে প্রবেশ কর, তাদের জটিলতা, তাদের হতাশা, তাদের আনন্দ, এবং তাদের দুঃখগুলাে বােঝার চেষ্টা কর । নিজেকে তাদের কাতারে দাঁড় করাও, এবং তাদের সঙ্গে সেভাবে ব্যবহার কর ওদের জায়গায় তুমি থাকলে ওদের কাছ থেকে যে রকম ব্যবহার পেতে আশা করতে এটিই হল সততার প্রকৃত নিয়ম। এটি দশ আজ্ঞার সেই আজ্ঞাটিরই একটি ভিন্ন রূপ, যে আজ্ঞায় বলা হয়েছে, “তােমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিও।” এটি স্বর্গের একটি নীতি, এবং যারা এর পবিত্র অংশীদারিত্বের জন্য উপযুক্ত হবে তাদের সকলের মধ্যে এটি পরিপক্ব হবে। MYPBen 412.1
স্বর্ণময় নিয়মটি হল প্রকৃত ভদ্রতার একটি নীতি, এবং এর সর্বোত্তম সচিত্রব্যাখ্যা যীশুর জীবনে দেখতে পাওয়া যায়। আহা! আমাদের ত্রাণকর্তার দৈনন্দিন জীবন থেকে মৃদুশীলতার ও সৌন্দর্যের কত মধুর রশ্মি নির্গত হয়! তার একান্ত সান্নিধ্যে কতই না মধুর শিহরণ বয়ে যায়! একই বৈশিষ্ট্য তাঁর সন্তানদের মধ্যে প্রকাশিত হবে। যাদের অন্তরে খ্রীষ্ট বসবাস করেন তাদের চারপাশে একটি স্বর্গীয় আবহ বিরাজ করবে। তাদের পােশাকের পবিত্র শুভ্র রশি প্রভুর বাগানের সুগন্ধ দ্বারা সুরভিত হবে। তাদের মুখমণ্ডল তার আলাে প্রতিবিম্বিত হবে, এবং টলতে টলতে চল ক্লান্ত পথিকদের জন্য পথ আলােকিত করবে। MYPBen 412.2
কোন কোন বিষয় একটি নিখুঁত চরিত্র গঠন করে সে বিষয়ে যাদের প্রকৃত ধারণা আছে তাদের কেউই খ্রীষ্টের সহানুভূতি ও কোমলতা প্রদর্শনে ব্যর্থ হবে না। অনুগ্রহের প্রভাব হৃদয়কে নস্ত্র করে, স্বর্গ-জাত শালীনতা ও শুদ্ধাচারণের অনুভূতি দিয়ে অনুভূতিগুলােকে পরিশুদ্ধ ও খাঁটি করে।—“থটস ফ্রম দ্যা মাউন্ট অব ব্লেসিং, পৃষ্ঠা ১৯২, ১৯৩। MYPBen 412.3