সর্বশ্রেষ্ঠ প্রয়ােজন হল, যে নর-নারীর ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে জ্ঞান । আছে, তাদের তার কৃতকার্য কার্যকারিণী হতে শিখতে হবে। যে ঐশ প্রকৃতির একজন অংশীদার হতে চায় সে সংস্কৃতি সম্পন্ন, বােধশক্তি সম্পন্ন, সহজে ভুল। বুঝবে না, কপট বাহ্যরূপী হবে না এবং বােকার মত হাসবে না এবং জাগতিক মনা হবে না, কিন্তু ভদ্র এবং প্রকৃত সদয় হবে, স্বর্গীয় স্বাদ গন্ধযুক্ত হবে, যা প্রত্যেক খ্রীষ্টানের মধ্যে থাকবে। বিশ্রামবার পালনকারীদের মধ্যে প্রকৃত মর্যাদা এবং খ্রীষ্টিয় বিশুদ্ধতার অভাব এক দল লােক হিসাবে আমাদের বিরুদ্ধে রয়েছে, এবং আমরা যাকে অরুচিকর মনে করি সেগুলােকে তাকে সত্য হিসেবে নেয় । মনকে শিক্ষা দান ও রীতি-নীতি শেখানাের কাজ সামনের বিশুদ্ধকরণের দিকে এগিয়ে নেওয়া যায়। যারা মুখে সত্য স্বীকার করে কিন্তু খ্ৰীষ্ট যীশুতে পূর্ণ নর-নারী রূপে বৃদ্ধি পেতে এখনও তাদের সুযােগ এবং সুবিধাসমূহের উন্নতি বিধান করে না, তারা সত্য প্রচারের কাজে সম্মানের পাত্র হতে পারবে না, খ্রীষ্টের কাছেও সম্মানের পাত্র হতে পারবে না। —“ Testimonies for the Church,” Vol. 4. pp 358, 359. MYPBen 414.1