খ্রীষ্টিয়ানদের মধ্যে তাদের অভিজ্ঞতায় বহুমূল্যবান বিষয় নিয়ে আলােচনা খুব অল্পই হয়। ঈশ্বরের কাজ পঙ্গু হয়ে যাচ্ছে এবং বক্তৃতার তালন্তের অপব্যবহারের ফলে তিনি অসম্মানিত হচ্ছেন। ঈর্ষাপরায়ণতা, মন্দ সন্দেহ, এবং হৃদয়ে স্বার্থপরতা পােষণ, এবং কথাবার্তায় আভ্যন্তরীণ ভ্রষ্টতা দেখা হয়। অনেকে যারা মুখে খ্রীষ্টের নামই প্রচার করে তারাই মন্দ চিন্তা এবং মন্দ কথাবার্তা চরিতার্থ করে । এ সব ব্যক্তি কদাচিৎ ঈশ্বরের উত্তমতা, অনুগ্রহ, এবং প্রেমের কথা বলে যা তিনি পৃথিবীর জন্য পুত্রকে দান করে প্রকাশ করেছেন। এটি তিনি আমাদেরই জন্য করেছেন, আর এর জন্য কি আমাদের প্রেম এবং কৃতজ্ঞতা প্রকাশ করার দাবি রাখে না? আমাদের বাক্য দ্বারা কি আমাদের খ্রীষ্টিয় অভিজ্ঞতায় একে অন্যকে সাহায্য এবং উৎসাহিত করার উৎস হতে পারি না। আমরা যদি প্রকৃত পক্ষে খ্রীষ্টকে প্রেম করি, তাহলে আমরা আমাদের বাক্য দ্বারা তাঁকে গৌরবান্বিত করব । অবিশ্বাসীরা প্রায়ই প্রশংসা এবং কৃতজ্ঞতার পবিত্র বাক্য শুনে নিজেদের অপরাধি মনে করে । -Review and Herald, January 25, 1898. MYPBen 416.1