Go to full page →

যৌবনসুলভ আমােদ-প্রমােদ প্রকাশ -১৪৬ MYPBen 421

প্রিয় যুবক-যুবতি যৌবনসুলভ আমােদ-প্রমােদে স্বল্প সময় রত থাক এটা তােমার জীবনে এমন একটি শস্য উৎপন্ন করবে, যা তােমার সারা জীবনকে তিক্ত করবে, চিন্তাহীন একটি ঘণ্টা- একবার প্রলােভনে পতীত হওয়া- তােমার সারা জীবন ভুল পথে পরিচালিত করবে। তুমি একবার মাত্র তারুণ্য পাবে, তাকে উপযােগি করে তােলে। একবার যখন তুমি ভূমি অতিক্রম করবে, তখন তুমি তােমার ভুলটি সংশােধন করতে ফিরে আসতে পারবে না। যে ঈশ্বরের সঙ্গে যােগাযােগ রাখতে অস্বীকার করে, এবং তাকে প্রলােভনের পথে রাখে সে অবশ্যই পতীত হবে। MYPBen 421.1

ঈশ্বর প্রত্যেক তরুণ তরুণির পরীক্ষা নিচ্ছেন। অনেকে অধিক অভিজ্ঞ প্রফেসরগণ কর্তৃক ভুল দৃষ্টাত্ত প্রদানের দ্বারা তাদের অসতর্কতা এবং শ্রদ্ধাহীনতার অজুহাত তুলে ধরছে। সঠিক কাজটি করায় ভয় দেখিয়ে কাউকে থামানাে যাবে না। তুমি এখন যেমন অজুহাত দেখাচ্ছ চূড়ান্ত বিচার দিনে এমন কোনাে অজুহাত চলবে না। তুমি ন্যায় সঙ্গতভাবে দোষী হবে, কেননা তুমি পথ চিনতে, কিন্তু সেই পথে হাঁটার মনােনয়ন করনি। MYPBen 421.2