Go to full page →

ন্যায় বিচার আবশ্যক MYPBen 438

যদি কোনাে বিষয় থাকে যা নিখুঁৎ বিচারের দাবি রাখে তা বিবাহের বিষয়। যদি কখনও পরামর্শ দানকারী হিসেবে বাইবেলের আবশ্যক হয়, তবে। তা একজন ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার প্রথম পদক্ষেপের আগেই। কিন্তু প্রবল ক্ষমতা সম্পন্ন ভাবপ্রবণতা এই বিষয়ে অনুভূতি সমূহের পথ প্রদর্শক হবে; এবং অনেক অনেক ক্ষেত্রে প্রেম-রােগের ভাবপ্রবণতা চালক হয়ে ওঠে এবং ধ্বংসের দিকে পথ দেখায়। এখানে যুবক-যুবতিরা সবচেয়ে বেশি কম বুদ্ধির পরিচয় দেয়; এখানে তারা যৌক্তিকতার ধার ধারে না। মনে হয় যেন বিবাহের বিষয়টি তাদেরকে মােহাবিষ্ট করে রেখেছে। তারা ঈশ্বরের নিকটে বশীভূত হয় না। তাদের বােধ শক্তি শৃঙ্খলাবদ্ধ হয় এবং তারা গােপনে অভিলাষ অনুসারে অগ্রসর হয়, মনে হয় যেন তারা ভীত যে, তাদের পরিকল্পনা কারও দ্বারা বাধাগ্রস্ত হবে। MYPBen 438.2

ছল-চাতুরীর মধ্য দিয়ে যদি প্রেম ও বিবাহ চালিয়ে নেওয়া হয়, তাহলে যারপর নাই দুর্দশার মধ্যে পড়তে হয়, যার পূর্ণ পরিমাণ যা কেবল ঈশ্বর জানেন। এই প্রস্তরের ওপর হাজার হাজার লােভের আত্মা সর্বনাশগ্রস্ত হয়েছে। নামমাত্র খ্ৰীষ্টিয়ান, যাদের জীবন ন্যায়পরায়ণতা দ্বারা চিহ্নিত হয়েছে, যাদের প্রতিটি বিষয়ে বিচারবুদ্ধি সম্পন্ন মনে হয়, তারাও এক্ষেত্রে ভয়াবহ ভুল করে। তারা একটি দৃঢ় সংকল্প করল যে, যুক্তির পরিবর্তন হতে পারে না। তারা মানব অনুভূতি এবং আবেগ দ্বারা এতই মুগ্ধ হয় যে, তাদের বাইবেল অনুসন্ধান করার এবং ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষার কোনাে বাসনা নাই। MYPBen 438.3

শয়তান জানে যে কিভাবে তাকে কাজ করতে হবে, এবং তার অবােলােকের বিভিন্ন বুদ্ধি কৌশল দিয়ে আত্মাগণকে বিনষ্ট করবে। সে মানবের নেওয়া প্রতিটি ধাপ লক্ষ্য করে এবং অনেক পরামর্শ দেয়, যেগুলাে ঈশ্বরের বাক্য নয় কিন্তু তার নিজস্ব পরামর্শ। এই কৌশলে সূক্ষ্ম ভাবে বয়নকৃত, বিপজ্জনক জাল দ্বারা তরুণ এবং অসতর্ক লােকদের আটকায়। এটি প্রায়ই একটি আলাে দ্বারা আবৃত থাকে; কিন্তু যারা এর শিকার হয়, তাদের অনেক দুঃখ কষ্ট ভােগ করতে হয়। ফলে আমরা প্রতি স্থানে মানব সন্তানদের বিপদ দেখতে পাই। MYPBen 439.1