Go to full page →

অপবিত্র মিথ্যা ভালােবাসা MYPBen 447

মনে হয় বহু যুবক-যুবতির মনে বিবাহের চিন্তা সম্মােহন ঘটিয়েছে। দুই ব্যক্তি পরিচিত হল; তারা একে অন্যের মিথ্যা ভালােবাসায় জড়িয়ে পড়ল, এবং তাদের সমগ্র মনােযােগ বিশােষণ হল । কাণ্ডজ্ঞান অন্ধ হয়ে গেল, এবং বিচারবুদ্ধি বিপর্যস্ত হল। তারা কোনাে পরামর্শ বা নিয়ন্ত্রণে বশীভূত নয়, কিন্তু তারা জিদ করে বলে, পরিণামে যা-ই হােক না কেন তাদের নিজেদের ইচ্ছা মত চলবে। MYPBen 447.2

মিথ্যা প্রেম হল মহামারী অথবা রােগসংক্রমণ তুল্য, যা তার গতিপথে চলে, এবং তাদেরকে মােহবিষ্ট করে ফেলে যা বন্ধ করার কোনাে উপায় নেই। হয়ত তাদের চারপাশে এমন কেউ আছে যারা উপলব্ধি করে যে, এরা বিবাহে সংযুক্ত হতে আগ্রহী, কিন্তু এটি সারা জীবন কেবল অশান্তিই বয়ে আনবে। যে অনুনয়, বিনয়, পরামর্শ, উপদেশ দেওয়া হয়েছে, সবই যেন বৃথা। হয়ত, এরূপ সম্পর্ক গঠনের মাধ্যমে, যে ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদযুক্ত এবং তার সেবায় আশীর্বাদ স্বরূপ হতে পারত, সে অকার্যকর ও ধ্বংস হয়ে যায়। তারপরও যুক্তি পরামর্শ এবং প্ররােচনা একই ভাবে উপেক্ষিত হয়। MYPBen 447.3

অভিজ্ঞ নর-নারীর দেওয়া সব পরামর্শই নিফল বলে প্রমাণিত হতে পারে; যেহেতু তাদের একরােখা সিদ্ধান্ত তাদের পরিচালনা দিচ্ছে তাই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব নয়। তারা প্রার্থনা-সভায় যাবার আগ্রহ হারিয়েছে, এবং ধর্ম সংক্রান্ত সব কিছুতে আগ্রহ হারায়। তারা একে অন্যের সঙ্গে সম্পূর্ণ অন্ধ প্রেমে জড়িত, এবং জীবনের কর্তব্যে অবহেলা করে, মনে হয় সেগুলাে সামান্য ব্যাপার। রাতের পর রাত এই সব যুব লােকেরা মধ্য রাত পর্যন্ত বাতি জ্বালিয়ে একে অন্যের সঙ্গে কথা বলে তেল নষ্ট করে, এগুলাে কি গুরুতর এবং ভাবগম্ভীর বিষয়ক কথা? — ও না। বরং নগণ্য বিষয়গুলাে, যা গুরুত্বহীন। MYPBen 448.1