Go to full page →

আত্ম-অদৃষ্টে দৃঢ় বিশ্বাস MYPBen 52

যদি শয়তান মানব মনকে এমন কুয়াশাচ্ছন্ন করতে পারে, এবং মরণশীলদের মনে এরূপ চিন্তা প্রবেশ করিয়ে দিতে পারে যে, তারা ঈশ্বরের উপর ভরসা ছেড়ে দিয়ে তাদের মধ্যে যে সহজাত শক্তি রয়েছে যার দ্বারা মহান এবং উত্তম কার্যসমূহ সম্পন্ন করতে পারে, তাহলে তারা চিন্তা করবে যে, তারা নিজেরাই সব করতে পারে। তারা একটি সর্বোচচ শক্তি উপলব্ধি করে না। ঈশ্বর যে গৌরব প্রত্যাশা বা দাবি করেন তা তারা প্রদান করে না, এবং যা তাঁর মহৎ এবং সর্বোৎকৃষ্ট মহিমার দাবিদার। এভাবে শয়তানের উদ্দেশ্য পূর্ণ হয়। সে ঐ পতীত মানবকে ধরে তােলে, নিজেকে দুঃসাহসিকভাবে উচ্চে তুলে ধরে, যেমন সে স্বর্গে উন্নিত হয়েছিল, এবং বের হয়ে এসেছিল। সে জানে মানুষের ধ্বংস নিশ্চিত। MYPBen 52.1