Go to full page →

মনের নিয়ন্ত্রণ MYPBen 53

আমাকে দেখানাে হয়েছে যে, মানুষ যতক্ষণ না শয়তানের বশে সমর্পিত হয়, ততক্ষন শয়তান মনের নিয়ন্ত্রণ করতে পারে না, যাবৎ না তারা তার বশে সমর্পিত হয়। যারা সঠিক পথ থেকে দূরে চলে যায়, তারা এখন ভয়াবহ বিপদের মধ্যে রয়েছে। নিজেদের ঈশ্বরের দূতগণের সজাগ দৃষ্টি হতে পৃথক রাখে, আর শয়তান সর্বদা সেই আত্মাগণকে বিনষ্ট করার জন্য কর্মরত, এবং লােকদের তার প্রতারণার কাছে আনতে আরম্ভ করে এবং তারা মহা সংকটের মধ্যে রয়েছে। আর যদি তারা অন্ধকারের শক্তিকে দেখতে পারে এবং ত্যাগ করার, এবং শয়তানের ফাঁদ থেকে মুক্ত হবার চেষ্টা করে, তবে এটা খুব একটা সহজ কাজ নয়। তারা শয়তানের ভূমিতে দুঃসাহস নিয়ে প্রবেশ করে, তাই সে তাদেরকে দাবী করছে। সে তার সর্ব শক্তি নিয়ােজিত করতে ইতস্তত করবে না, এবং খ্রীষ্টের একমাত্র আত্মার সঙ্গে সংগ্রাম করতে তার সমস্ত মন্দ বাহিনীকে তার সাহায্যে আহ্বান জানাবে। MYPBen 53.3

যারা দিয়াবলকে প্রলােভিত করেছে যেন সে তাদেরকে প্রলােভিত। করে, তাদেরকে প্রাণপণ চেষ্টা করতে হবে যেন তারা নিজেদের তার শক্তি থেকে মুক্ত করতে পারে। যখন তারা নিজেদের জন্য কাজ করতে আরম্ভ করে, তখন ঈশ্বরের দূতগণ যাদের তারা দুঃখ দিয়েছে, তারা তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন। শয়তান এবং তার দূতগণ তাদের শিকার হারাতে চায় না। তারা পবিত্র দূতগণের সঙ্গে বিবাদ করে এবং সংগ্রাম করে, সে এক তীব্র লড়াই। আর যারা ভুল করেছে, তারা যদি অবিরত নিবেদন করে, এবং গভীর নম্রতা সহকারে তাদের অপরাধ স্বীকার করে, দূতগণ যারা অধিক শক্তির অধিকারী তারা মন্দ দূতগণের শক্তি থেকে তাদেরকে বল প্রয়ােগ পূর্বক ছিনিয়ে আনবে । MYPBen 54.1