Go to full page →

দেহ মন্দির—১৫ MYPBen 59

ঈশ্বরের অবশ্যপূরণীয় কাজের প্রতি একটি বিশ্বস্ত আজ্ঞাবহতা মানুষের নকল কর্মশক্তিকে উন্নীত করতে, অগ্রগতির পথে চালাতে এবং শক্তিশালী করতে একটি আশ্চর্য রকমের প্রভাব ফেলবে। যারা যৌবনে ঈশ্বরের সেবায় আত্মােৎসর্গ করেছে, তারা সূক্ষ্ম বিচার-বুদ্ধি সম্পন্ন মানুষ হতে পেরেছে। আর এরূপ কেন হবে না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষকের সঙ্গে যােগাযােগ, যার কথা পৃথিবী কখনও জানত না, যিনি জ্ঞান বুদ্ধিকে শক্তিশালী করে, মনকে আলােকিত করে, এবং অন্তঃকরণকে খাটি করে গােটা মানুষকে উচ্চিকৃত করে, বশুদ্ধ করে। “তােমার বাক্য আলাে দান করে, সরল ব্যক্তিকে জ্ঞান দান। করে।” MYPBen 59.1