Go to full page →

অপবিত্র মন্দির MYPBen 60

যারা মুখে ঈশ্বরের সেবা করে, কিন্তু জ্ঞান এবং পবিত্রতার কোনাে অগ্রগতির চেষ্টা করে না, তারা নামে মাত্র খ্রীষ্টিয়ান। তাদের দেহ মন্দির অপবিত্র প্রতিমায় পরিপূর্ণ। বাজে পুস্তকাদি পাঠ, হেলাফেলা বিষয় নিয়ে আলােচনা, এবং জাগতিক আমােদ-প্রমােদে মত্ত, তাদের মন এত পূর্ণরূপে অধিকৃত যে সেখানে এমন স্থান নেই যেখানে ঈশ্বরের বাক্য প্রবেশ করতে পারে। জাগতিকতার তুচছ ও অসার বস্তু, অহংকার খ্রীষ্টের পরিবর্তে অন্তঃকরণে স্থান করে নেয়। ... MYPBen 60.2